Home > জায়েয-নাজায়েয > গুগল এডসেন্স থেকে ইনকাম কি জায়েয?

গুগল এডসেন্স থেকে ইনকাম কি জায়েয?

 

মূলত গুগল অ্যাডসেন্স (Google AdSense) হলো একটি অ্যাডভারটাইজিং মাধ্যম। নিজস্ব ইউটিউব চ্যানেল,ফেসবুক বা ওয়েবসাইটে গুগল বরাবর অনলাইন দরখাস্ত করলে যদি তারা এক্সেপ্ট করে,তাহলে চ্যানেলের উপর গুগল অ্যাড যুক্ত করে দেয়। এ অ্যাডগুলো কখনো হালাল হতে পারে আবাব হারাম ব্যবসার অথবা অশ্লীল নারীদের মাধ্যমে হয়ে থাকে। নিজস্ব মনমত বাছাই করার অধিকার এডমিনের থাকে না।

অবশ্য অশ্লীল বা হারাম ক্যাটাগরি লক করা যায়। কিন্তু সে ক্ষেত্রেও,
১. সর্বোচ্চ ২০০ ক্যটাগরি লক করা যায়। এর বাহিরেও হারাম অ্যাড আসতে পারে।
২. আবার একেক দেশের ভিউয়ারদের জন্য একেক রকম অ্যাড চলে যায়।
ফলে অশ্লীল বা হারাম অ্যাড বন্ধ করা এডমিনের পক্ষে সম্ভবপর হয় না। ফলে এটা জায়েয হবে না।

সুতরাং অ্যাডগুলো যেহেতু অশ্লীল ও হারাম পণ্যের হয়েই থাকে, সেহেতু অ্যাডসেন্সের মাধ্যমে উপার্জিত টাকা জায়েয হবে না। কেননা, গুনাহর প্রচার ও তার সহযোগিতা করা উভয়টিই হারাম। আল্লাহ তাআলা বলেন,

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُواْ اللّهَ إِنَّ اللّهَ شَدِيدُ الْعِقَابِ

অর্থ: তোমরা সৎকর্ম ও আল্লাহভীতিতে একে অন্যের সহযোগিতা করো, গুনাহ ও জুলুমের কাজে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (সূরা মায়েদা ২)

অপর আয়াতে আল্লাহ তা’য়ালা বলেন,

إِنَّ الَّذِينَ يُحِبُّونَ أَن تَشِيعَ الْفَاحِشَةُ فِي الَّذِينَ آمَنُوا لَهُمْ عَذَابٌ أَلِيمٌ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَاللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ

অর্থ: যারা পছন্দ করে যে, ঈমানদারদের মধ্যে ব্যভিচার প্রসার লাভ করুক, তাদের জন্যে ইহাকাল ও পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ জানেন, তোমরা জান না। (সুরা নুর, আয়াত: ১৯)

উপরন্তু রাসূলুল্লাহ স: বলেছেন,

عن أبي هريرة قال قال رسول الله صلي الله عليه وسلم مَن دَعا إلى هُدًى، كانَ له مِنَ الأجْرِ مِثْلُ أُجُورِ مَن تَبِعَهُ، لا يَنْقُصُ ذلكَ مِن أُجُورِهِمْ شيئًا، ومَن دَعا إلى ضَلالَةٍ، كانَ عليه مِنَ الإثْمِ مِثْلُ آثامِ مَن تَبِعَهُ، لا يَنْقُصُ ذلكَ مِن آثامِهِمْ شيئًا

অর্থ: হযরত আবু হুরায়রা রা: বলেন, রসুলুল্লাহ স: বলেছেন, যে লোক সঠিক পথের দিকে ডাকে, তার জন্য সে পথের অনুসারীদের প্রতিদানের সমান প্রতিদান রয়েছে। এতে তাদের প্রতিদান হতে সামান্য ঘাটতি হবে না। আর যে লোক গুনাহর দিকে ডাকে তার উপর সে রাস্তার অনুসারীদের গুনাহর অনুরূপ গুনাহ বর্তাবে। এতে তাদের গুনাহগুলো সামান্য হালকা হবে না।
সূত্র: সহিহ মুসলিম হাদিস-২৬৭৪ আবু দাউদ-৪৬০৯ ইবনে হিব্বান-১১২ তিরমিযি-২৬৭৪ ইবনে মাজাহ-২০৬ আহমাদ-৯১৬০

অবশ্য পরবর্তি সময়ে যদি কখনও অনৈসলামিক সকল অ্যাডগুলো বন্ধ রেখে বৈধ অ্যাডগুলো প্রচার করে ইনকাম করতে পারে, তাহলে তা থেকে প্রাপ্ত ইনকাম হালাল হবে।

লেখক:

মুফতী রিজওয়ান রফিকী

পরিচালক: মাদরাসা মারকাযুন নূর বোর্ড বাজার, গাজীপুর।

Check Also

পুরুষের জন্য টাখনুর নিচে কাপড় পরা হারাম।

  عَنْ أَبِي هُرَيْرَةَ رضى الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَا …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.