Home > কুসংস্কার > ৫. দেনমোহর বেজোড় হওয়া জরুরী?

৫. দেনমোহর বেজোড় হওয়া জরুরী?

সমাজে একটি কুসংস্কার প্রচলিত রয়েছে যে, “জোড় সংখ্যায় দেনমোহর ধার্য করা ঠিক নয়, বেজোড় সংখ্যা হওয়া জরুরি।” ফলে দেনমোহর ধার্য করার সময় দেখা যায়, যত টাকাই দেনমোহর ধরা হোক, সাথে এক টাকা যোগ করে দেওয়া হয়- এক লক্ষ এক টাকা বা পাঁচ লক্ষ এক টাকা ইত্যাদি। এটি একটি মনগড়া রসম। এগুলো বিশ্বাস করা ঠিক নয়।

১. হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রা. থেকে বর্ণিত নবীজি সা. বলেন,

ولا مهر دون عشرة دراهم

অর্থাৎ দশ দিরহামের কমে কোনো মোহর নেই।
সূত্র: তাবরানী হাদিস: ৩৫৫৯

২. আবদুল্লাহ ইবনু আমির ইবনু রাবীআ রহ. হতে তাঁর পিতার সূত্রে বর্ণিত আছে, ফাযারা গোত্রের এক মহিলা একজোড়া (তথা দু’টি) জুতার বদলে বিয়ে করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ

أَرَضِيتِ مِنْ نَفْسِكِ وَمَالِكِ بِنَعْلَيْنِ ‏قَالَتْ نَعَمْ ‏قَالَ فَأَجَازَهُ

অঅর্থাৎ তুমি একজোড়া জুতার বদলে তোমার জিন্দেগী ও সম্পদ সপে দিতে রাজী হয়ে গেলে? সে বলল, হ্যাঁ। রাবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিয়ে অনুমোদন করলেন।
সূত্র: জামে তিরমিযি হাদিস: ১১১৩

বি:দ্র: মোহর সর্বনিম্ন কত হতে হবে এ বিষয় নিয়ে অনেক মতভেদ রয়েছে। কিন্তু এখানে মতানৈক্য উল্লেখ্য করা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো জোড় সংখ্যায় বিবাহ বৈধ এটা প্রমাণ করা। বেজোড় সংখ্যা হওয়া জরুরী নয়।

Check Also

স্বামীর নাম মুখে নিলে অমঙ্গল।

  সমাজে একটি কুসংস্কার প্রচলিত রয়েছে যে, ”স্বামীর নাম মুখে নেয়া যাবে না। এতে স্বামীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.