স্বামী-স্ত্রী একই সাথে গোসল করতে কোন অসুবিধা নেই। কারণ হাদিস শরীফে এসেছে,
عَنْ عَائِشَةَ قَالَتْ كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ صلى الله عليه وسلم مِنْ إِنَاءٍ وَاحِدٍ مِنْ جَنَابَةٍ
অর্থ: আয়িশা রা: থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্রের পানি দিয়ে জানবাতের গোসল করতাম।
সূত্র: সহিহ বুখারী হাদিস-২৬৩ মুসলিম-৩২১
লেখক:
মুফতী রিজওয়ান রফিকী
পরিচালক: মাদরাসা মারকাযুন নূর বোর্ড বাজার, গাজীপুর।
হজরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেনে, নিশ্চয় প্রিয়নবিসাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যারা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, তারা যেন ইজার (লুঙ্গি) পরিধান করা ছাড়া গোসলখানায় প্রবেশ না করে। আর যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন গোসলখানায় তার স্ত্রীকে প্রবেশ না করায়।’ (তিরমিজি)
***আপনি যে হাদিসটা তুলে ধরছেন ঐ হাদিস কি আমাদের মতো সাধারন মানুষের জন্য প্রযোজ্য হবে কি হুযুর।।।তার কারন নবীদের আখলাখ এর সাথে আমাদের আখলাখের তুলনা করা ঠিক হবে না এবং কখনো আমাদের আখলাখ ওমন সুন্দর হবে না।।