Home > জায়েয-নাজায়েয > স্বামী-স্ত্রী একই সাথে গোসল করার বিধান।

স্বামী-স্ত্রী একই সাথে গোসল করার বিধান।

 

স্বামী-স্ত্রী একই সাথে গোসল করতে কোন অসুবিধা নেই। কারণ হাদিস শরীফে এসেছে,

عَنْ عَائِشَةَ قَالَتْ كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ صلى الله عليه وسلم مِنْ إِنَاءٍ وَاحِدٍ مِنْ جَنَابَةٍ‏

অর্থ: আয়িশা রা: থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্রের পানি দিয়ে জানবাতের গোসল করতাম।
সূত্র: সহিহ বুখারী হাদিস-২৬৩ মুসলিম-৩২১

 

লেখক:

মুফতী রিজওয়ান রফিকী

পরিচালক: মাদরাসা মারকাযুন নূর বোর্ড বাজার, গাজীপুর।

Check Also

পুরুষের জন্য টাখনুর নিচে কাপড় পরা হারাম।

  عَنْ أَبِي هُرَيْرَةَ رضى الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَا …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.