ঈদুর ফিতরের পরদিন থেকে শাওয়াল মাসের ভেতরেই ৬ টি রোযা রাখলে সারা বছর রোযা রাখার সওয়াব পাওয়া যায়। এ রোযা ধারাবাহিকভাবেও রাখা যায়, কিংবা ভেঙ্গে ভেঙ্গেও রাখা যায়। হাদিস শরীফে এসেছে,
عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّهُ حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ، كَانَ كَصِيَامِ الدَّهْرِ
অর্থ: হযরত আবু আইয়্যুব আনসারী রাঃ হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূল সাঃ ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমাযানের রোযা রেখেছে এবং পরে শাওয়ালের ছয়দিন রোযা রেখেছে, সে সারা বৎসরের রোযা রাখার সওয়াব পাবে।
সূত্র: সহীহ মুসলিম।হাদীস: ১১৬৪
লেখক:
মুফতী রিজওয়ান রফিকী
পরিচালক: মাদরাসা মারকাযুন নূর বোর্ডবাজার, গাজীপুর।