সাহরী খেয়ে রোযার নিয়ত করার পরও সুবহে সাদিক তথা সাহরীর শেষ সময় পর্যন্ত পানাহার বা স্ত্রী সহবাস জায়েয। এতে রোযার কোন ক্ষতি হবে না। কারণ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন-
أُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَى نِسَائِكُمْ
অর্থাৎ রমযানের রাতে তোমাদের জন্য স্ত্রী সম্ভোগ হালাল করা হয়েছে। সুরা বাকারা আয়াত-১৮৭
লেখক:
মুফতী রিজওয়ান রফিকী
পরিচালক- মাদরাসা মারকাযুন নূর বোর্ড বাজার,গাজীপুর।