মহিলাদের জন্য আতর বা সুগন্ধি ব্যবহার করে বের হওয়া নবীজি সা. নিষেধ করেছেন। হাদিস শরীফে এসেছে,
عَنْ زَيْنَبَ امْرَأَةِ عَبْدِ اللَّهِ قَالَتْ قَالَ لَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا شَهِدَتْ إِحْدَاكُنَّ الْمَسْجِدَ فَلاَ تَمَسَّ طِيبًا
অর্থ: আবদুল্লাহর স্ত্রী যাইনাব রা. হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের বললেনঃ তোমাদের কোন মহিলা যখন মসজিদে উপস্থিত হওয়ার ইচ্ছা পোষণ করে, সে যেন সুগন্ধি স্পর্শ না করে (আসে)।
সূত্র: সহিহ মুসলিম হাদিস: ৮৮৩