Home > জায়েয-নাজায়েয > মহিলাদের চুল কাটা জায়েয?

মহিলাদের চুল কাটা জায়েয?

সৌন্দর্য বাড়ানোর নিয়তে মহিলাদের জন্য চুল ছোট, করা জায়েজ আছে। কারণ হাদিসে এসেছে,

كَانَ أَزْوَاجُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْخُذْنَ مِنْ رُءُوسِهِنَّ حَتَّى تَكُونَ كَالْوَفْرَةِ

অর্থ: নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীগণ তাদের মাথার চুল এমনভাবে ছেঁটে-কেটে রাখতেন যে, শেষ পর্যন্ত তা ওয়াফরা (চুলের মাথা কেটে কান পর্যন্ত করা হলে তাকে ওয়াফরা বলা হয়) এর মত হয়ে যেতো।
সূত্র: সহীহ মুসলিম হাদীস: ৩২০ বুখারী: ২৫১

কিন্তু যদি পুরুষদের মত ছোট ছোট চুল করা হয়, তাহলে জায়েয হবে না। কারণ হাদিসে এসেছে,

عن ابن عباس رضى الله عنهما قال لَعَنَ رَسولُ اللَّهِ ﷺ المُتَشَبِّهِينَ مِنَ الرِّجالِ بالنِّساءِ والمُتَشَبِّهاتِ مِنَ النِّساءِ بالرِّجال

অর্থ: হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সাদৃশ্যগ্রহণকারী পুরুষদের উপর এবং পুরুষদের সাদৃশ্য গ্রহণকারী নারীদের উপর লানত করেছেন।
সূত্র: সহীহ বুখারী হাদীস: ৫৮৮৫

উপরন্তু কোন বিধর্মীর ষ্টাইলে কাটলেও জায়েয হবে না। কারণ হাদিসে এসেছে,

عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ

অর্থ: হযরত ইবনে ওমর রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন- যে ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করে, সে তাদেরই অন্তর্ভূক্ত।
সূত্র: সুনানে আবু দাউদ, হাদীস-৪০৩১ আহমাদ-৫১১৪

আরো বিস্তারিত দেখুন-
রদ্দুল মুহতার খ: ৯ পৃ: ৫৮৩ হিন্দিয়া খ: ৫ পৃ: ৩৫৮

লেখক:

মুফতী রিজওয়ান রফিকী

পরিচালক: মাদরাসা মারকাযুন নূর বোর্ড বাজার, গাজীপুর।

Check Also

মৃত ব্যক্তিদের দাফনে বিলম্ব করা যাবে না।

  عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ أَسْرِعُوا بِالْجَنَازَةِ …

৯ comments

  1. I enjoy looking through a post that will make men and women think.
    Also, thanks for allowing me to comment! asmr 0mniartist

  2. Greate post. Keep posting such kind of info on your page.
    Im really impressed by it.
    Hi there, You’ve performed a fantastic job. I will certainly digg it and individually suggest to my friends.
    I’m confident they will be benefited from this site.
    asmr 0mniartist

  3. I am regular reader, how are you everybody?
    This article posted at this site is truly nice.
    asmr 0mniartist

  4. Hmm it appears like your website ate my first comment (it was extremely long) so I guess I’ll just sum it up
    what I wrote and say, I’m thoroughly enjoying your blog.
    I too am an aspiring blog blogger but I’m still new to everything.
    Do you have any tips for first-time blog writers?
    I’d really appreciate it. asmr 0mniartist

  5. all the time i used to read smaller articles or reviews
    which also clear their motive, and that is also happening with this piece
    of writing which I am reading at this time. 0mniartist asmr

  6. scoliosis
    Thanks for finally talking about > মহিলাদের চুল কাটা জায়েয?
    – মুফতি রিজওয়ান রফিকী < Liked it! scoliosis

  7. scoliosis
    Write more, thats all I have to say. Literally, it seems as though you relied
    on the video to make your point. You obviously know what youre
    talking about, why waste your intelligence on just
    posting videos to your weblog when you could be giving us something enlightening to
    read? scoliosis

  8. scoliosis
    Hi all, here every one is sharing these kinds of know-how,
    therefore it’s fastidious to read this web site, and I used to go to
    see this web site all the time. scoliosis

  9. scoliosis
    You actually make it seem so easy with your presentation but I find this
    matter to be really something that I think I would never understand.

    It seems too complex and extremely broad for me.
    I’m looking forward for your next post, I
    will try to get the hang of it! scoliosis

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.