১. বাম পা দিয়ে বের হওয়া।
মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা আগে বের করা। হাদিস শরীফে এসেছ,
عن أنسِ بنِ مالِكٍ أنَّهُ كانَ يقولُ منَ السُّنَّةِ إذا دخَلتَ المسجدَ أن تَبدأَ برِجلِكَ اليُمنى وإذا خرجتَ أن تبدأَ برِجلِكَ اليُسرى
অর্থ: হযরত আনাস ইবনে মালেক রা. থেকে বর্ণিত, তিনি বলেন, তুমি মসজিদে যখন প্রবেশ করবে, তখন ডান পা দিয়ে প্রবেশ করবে, আর যখন বের হবে, তখন বাম পা দিয়ে বের হবে। এটা সুন্নাতের অন্তর্ভুক্ত।
সূত্র: সুনানে কুবরা (বাইহাকী) খ: ২ পৃ: ৪৪২
২. বিসমিল্লাহ পড়া।
৩. দরুদ শরীফ পড়া।
عن أنس بن مالك قال كانَ إذا دخلَ المسجدَ قالَ بِسمِ اللَّهِ اللَّهمَّ صلِّ على محمَّدٍ، وإذا خرجَ قالَ بِسمِ اللَّهِ اللَّهمَّ صلِّ على مُحمَّدٍ
অর্থ: হযরত আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সা. যখন মসজিদে প্রবেশ করতেন, তখন বলতেন “বিসমিল্লাহি আল্লাহুম্মা ছল্লি আলা মুহাম্মাদ। আর যখন বের হতেন, তখন বলতেন,
بِسمِ اللَّهِ اللَّهمَّ صلِّ على مُحمَّدٍ
উচ্চারণ: বিসমিল্লাহি আল্লাহুম্মা ছল্লি আলা মুহাম্মাদ।
সূত্র: আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ হাদিস: ৮৮
৪. দু’আ পড়া।
عَنْ أَبِي أُسَيْدٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلْيَقُلِ اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ وَإِذَا خَرَجَ فَلْيَقُلِ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ
অর্থ: হযরত আবূ উসায়দ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন বলবে, “আল্ল-হুম্মাফ তাহলী আবওয়া-বা রহমতিক” (অর্থাৎ- হে আল্লাহ! তুমি তোমার অনুগ্রহের দরজা আমার জন্য খুলে দাও।)। আর যখন বের হয়ে যাব, তখন বলবে-
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ
উচ্চারণ: “আল্ল-হুম্মা ইন্নী আসআলুকা মিন ফা্দলিক” ।
অর্থাৎ- আমি আপনার কাছে আপনার অনুগ্রহপ্রার্থ)।
সূত্র: সহিহ মুসলিম হাদিস: ৭১৩
তিনটি দু’আ এক সাথে করে এভাবে পড়া যায়,
بِسْمِ اللَّهِ الصلوة والسلام علي رسول الله للَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ
উচ্চারণঃ বিসমিল্লাহি, আল্লহুম্মা ছল্লি আলা মুহাম্মাদ, আল্ল-হুম্মা ইন্নী আসআলুকা মিন ফা্দলিক”।
আস সলাতু ওয়াস সালামু আলা রাসুলিল্লাহ আল্ল-হুম্মাফ তাহলী আবওয়া-বা রহমতিক”।