মওদীর নাম কি শিরক?
তারেক মনোয়ারের দাবিতে মাওলানা বলা শিরক। কারণ হিসাবে তিনি বলেছেন, মাওলানা শব্দটি আল্লাহ নিজের ক্ষেত্রে ব্যবহার করেছেন। আর আল্লাহর নামে যেটা ব্যবহার হয়, সেটা অন্যদের নামে ব্যবহার শিরক।
জবাব:
তাহলে জামাআতে ইসলামীরর প্রতিষ্ঠাতা মওদুদীর নাম হলো আবু আ’লা। এটাও শিরক। কারণ আল্লাহর একটি সিফাতী নাস যেমন মাওলা, তেমনি আ’লা। মহান রব বলেন,
سَبِّحِ ٱسۡمَ رَبِّكَ ٱلۡأَعۡلَى
সূরা আ’লা, আয়াত: ১