কিয়ামতে মানুষকে কীভাবে ডাকা হবে?
আমরা জানি কিয়ামতের দিন মানুষকে তার পিতৃ সম্পৃক্ততায় ডাকা হবে। কিন্তু আলা হযরতখ্যাত বেরলবী সাহেবের বক্তব্য হলো মাতৃ সম্পৃক্ততায় ডাকা হবে। দেখুন তিনি কী লিখেছেন,
روز قیامت شان ستارے جلوہ فرمائے گی اور لوگ اپنی ماؤں کی طرف نسبت کر کے پکارے جائیں گے
কিয়ামতের দিন নক্ষত্রগুলো উজ্জ্বল হবে এবং মানুষকে তাদের মায়ের দিকে সম্পৃক্ত করে ডাকা হবে। -আহকামে শরীয়াত : পৃ. ১৯৫; মাসআলা নাম্বার : ৯৭
অথচ হযরত আবু দারদা রা. সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
إِنَّكُمْ تُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ بِأَسْمَائِكُمْ، وَأَسْمَاءِ آبَائِكُمْ، فَأَحْسِنُوا أَسْمَاءَكُمْ
কিয়ামতের দিন তোমাদেরকে, তোমাদের ও তোমাদের পিতাদের নাম ধরে ডাকা হবে। তাই তোমরা তোমাদের সুন্দর নামকরণ করো। -সুনানে আবু দাউদ : হাদিস নং : ৪৯৪৮
এই হাদিস থেকে জানতে পারলাম কিয়ামতের দিন সবাইকে পিতৃ সম্পৃক্ততায় ডাকা হবে, অথচ বেরলবী সাহেব রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কথাকে অগ্রাহ্য করে সম্পূর্ণ উল্টো বক্তব্য দিয়ে দিলেন। হয়তো কোনো সুন্নী প্রশ্ন করতে পারেন যে, হাদিসটি সহিহ নয়। তাদের জানা উচিৎ এই হাদিসটিকে দলিল হিশাবে উত্থাপন করেছেন খোদ তাদের আ’লা হযরত। দেখুন তিনি লিখেছেন,
إنَّكم تُدْعَوْن يومَ القيامةِ بأسمائِكم وأسماءِ آبائِكم فحسِّنوا أسماءَكم
এ হাদিসটির অর্থ করতে গিয়ে আহমাদ রেযা বেরলবী নিজেই লিখেছেন,
بے شک تم روز قیامت اپنے اور اپنے والدوں کے نام سے پکارے جاؤ گے تو اپنے نام اچھے رکھو
কিয়ামতের দিন অবশ্যই তোমাদের নাম এবং পিতার নামে ডাকা হবে, তাই তোমাদের নামগুলো ভালো রাখো। -আহকামে শরীয়াত : পৃ. ৯৮; মাসআলা নাম্বার : ২১
দেখুন, বেরলবী সাহেব এটা হাদিসের অনুবাদ করতে গিয়ে লিখেছিলেন, সেহেতু এটা সত্য বক্তব্য। কিন্তু তার প্রথম বক্তব্যটি ছিলো নিজস্ব অভিমত, যা অবশ্যই মিথ্যা।