প্রেগন্যান্ট মহিলা হোক আর সাধারণ মহিলা বা অন্য যে কেউ হোক, অনিচ্ছায় মুখ ভরে বমি হলে রোযা ভাঙ্গবে না।
ثلاثٌ لا يُفَطِّرْنَ الصائِمَ الحِجامةُ والقَيْءُ والاحِتِلامُ
সূত্র: জামে তিরমিযি হাদিস: ৭১৯
তবে ইচ্ছেকৃত বমি করলে মুখ ভরে হলে ভেঙ্গে যাবে। মুখ ভরে না হলে ভাঙ্গবে না।
সূত্র: ফতোয়ায়ে আলমগীরী ১/২০৪)