স্বার্থবাদের এ দুনিয়ায় না থাকিলে তেল,
তেল ছাড়া তো রয় ভরে, কারো কোনো বেইল।
ও যুবক, তোর পকেট ফাকা, মাইয়া পাইবা না,
টাকাই প্রেমিক, টাকাই স্বামী, টাকাই ভালোবাসা।
প্রেমের সময় মেয়ে তোমায় বলেছিল জান,
বিয়ের সময় খোঁজে টাকাওয়ালা কালাচান।
সাবধানে থাকিও স্বামী, পকেট হয়রে যদি ফাকা,
বউটা তোমার রয় না ঘরে, প্রেমে পড়ে ঠাডা।
হাদিয়া বিনে মুরিদ পীরের নজরও পায় না।
নেতার চেয়ার না থাকিলে চামচা থাকে না,
চামচা তোমার নেতা আপন জানো কতদিন,
ভোট গেলে আর নেয় না খবর,আসে না কোনোদিন।
টাকা ছাড়া উকিল বাবু কলম ধরে না,
অফিস-আদালতেও নাকি ওড়ে শুধু টাকা।
টাকাই নেশা, টাকাই পেশা, টাকাই চলে খেল,
টাকা ছাড়া নাইকো ভবে, কারো কোনো বেইল।
রিজওয়ান রফিকী ৫/৯/২১
আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগলো কবিতাটি