মতিঝিলে মতি নেই, নেই রে কোন ঝিল,
চাঁদপুরে তো চাঁদ নাই, আছে শুধু বিল।
কর্ণফুলীর ফুল নেই, রাজশাহীতে রাজা,
বুড়িগঙ্গার বুড়ি নেই, সোনারগাঁয়ে সোনা।
নবাবগঞ্জে নবাব নেই, ঢাকা শহর ফাঁকা।
নাম দিয়ে ভাই যায় না চেনা আসল ঠিকানা,
পীর হাবিবুর পীর নয়, লেখায় মিথ্যা ভরা,
মাকাল ফলের কালার ভালো ভেতরটা তিতা,
শরীয়তপুরে দ্বীন-ইসলাম কায়েম নাই সেথা,
ভণ্ডপীরের ভন্ডামীতে ধর্মে পড়ল ঠাডা।
নামটা তাহার প্রিন্স, তবে ভিক্ষা করে বসে,
ফেসবুকে সে নিয়মিত সেলফী মারে কসে।
নামটা গেদুর সুন্দর আলী মনটা বড় কালা,
মঞ্চে নেতার চাপাবাজি ভোটের পরে চোরা।
জনসেবক সেজে আসে হাজি সাহেব নাম,
ভোটের পরে আকাম-কুকাম, পাজির মত কাম।
রিজওয়ান রফিকী 2/9/21