Home > কুরবানীর মাসআলা > জবাই কি আড়াই পোঁচেই করতে হবে?

জবাই কি আড়াই পোঁচেই করতে হবে?

 

সমাজে প্রচলিত একটি ধারণা হলো, “যবাহ আড়াই পোঁচেই করতে হবে; এর বেশি-কম হলে চলবে না।” এটি একটি ভুল ধারণা। এর কোনো ভিত্তি নেই। আসল কথা হচ্ছে, রগগুলো কেটে রক্ত প্রবাহিত করে দেয়া। তবে যবাহের ক্ষেত্রে ধারালো অস্ত্র ব্যবহার করবে; যেন প্রাণীর অধিক কষ্ট না হয়। কারণ হাদিস শরীফে এসেছে,

عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ قَالَ ثِنْتَانِ حَفِظْتُهُمَا عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏إِنَّ اللَّهَ كَتَبَ الإِحْسَانَ عَلَى كُلِّ شَىْءٍ فَإِذَا قَتَلْتُمْ فَأَحْسِنُوا الْقِتْلَةَ وَإِذَا ذَبَحْتُمْ فَأَحْسِنُوا الذَّبْحَ وَلْيُحِدَّ أَحَدُكُمْ شَفْرَتَهُ فَلْيُرِحْ ذَبِيحَتَهُ

অর্থ: শাদ্দাদ ইবনু আওস রা. হতে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আমি দুটি কথা মনে রেখেছি, তিনি বলেছেনঃ আল্লাহ তা’আলা প্রত্যেক বিষয়ে তোমাদের উপর ইহসান অত্যাবশ্যক করেছেন। অতএব তোমরা যখন (যুদ্ধের মময়দানে বা বিচারের শাস্তি কার্যকর করা ইত্যাদীতে) হত্যা করবে, তখন দয়ার্দ্রতার সঙ্গে হত্যা করবে; আর যখন পশু যাবাহ করবে, তখন দয়ার সঙ্গে যবাহ করবে। তোমাদের সবাই যেন ছুরি ধারালো করে নেয় এবং তার যাবাহকৃত জন্তুকে কষ্টে না ফেলে।
সূত্র: সহীহ মুসলিম হাদীস: ১৯৫৫

Check Also

মহিলারা কুরবানীর পশু যবাহ করতে পারবে?

  মুসলিম মহিলারা কুরবানীর পশু যবাহ করতে পারবে। যদি তারা যবাহের নিয়ম ভালোভাবে জানে। তবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.