Home > জায়েয-নাজায়েয > গর্ভাবস্থায় স্ত্রী সহবাস করা কি বৈধ?

গর্ভাবস্থায় স্ত্রী সহবাস করা কি বৈধ?

 

গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত স্ত্রীর সাথে সহবাস করা যায়; ইসলাম এ ব্যপারে নিষেধ করে নি। আল্লাহ তাআলা বলেন,

نِسَآؤُكُمْ حَرْثٌ لَّكُمْ فَأْتُواْ حَرْثَكُمْ أَنَّى شِئْتُمْ

অর্থ: তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্যক্ষেত্র। তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার কর।
সূরা বাক্বারাহ আয়াত: ২২৩

তবে এ নাজুক সময়ে কোন অভিজ্ঞ দ্বীনদার ডাক্তার
যদি স্ত্রীর শারীরিক-মানসিক সুুস্থতার ঝুকি মনে করেন,তাহলে যত্নশীল-দৃষ্টি রাখা স্বামীর কর্তব্য। তাই এই সময়কালে যৌন আসন সম্পর্কে সাবধানতা অবলম্বন করা জরুরী। অতএব এ অবস্থায় সহবাসের ক্ষেত্রে কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকলে তা থেকে বিরত থাকা চাই। কারণ হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-

أَلاَ وَاسْتَوْصُوا بِالنِّسَاءِ خَيْرًا فَإِنَّمَا هُنَّ عَوَانٌ عِنْدَكُمْ

অর্থ: শোনো! তোমরা স্ত্রীদের সাথে সদ্ব্যবহার কর। কেননা, তারা তোমাদের নিকট বন্দী।
সূ্ত্র: সুনানে তিরমিযী হাদিস: ১১৬৩

লেখক:

মুফতী রিজওয়ান রফিকী

পরিচালক: মাদরাসা মারকাযুন নূর বোর্ড বাজার, গাজীপুর।

Check Also

পুরুষের জন্য টাখনুর নিচে কাপড় পরা হারাম।

  عَنْ أَبِي هُرَيْرَةَ رضى الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَا …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.