আহমাদ রেজা খান বেরলবীর দাবি:
رسول کوئی شہید نہ ہوا
অর্থ: কোনো রাসুল শহীদ হননি।
সূত্র: মালফুযাতে আ’লা হযরত খ: ৪ পৃ: ৪৬৩
জবাব:
لَقَدْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ وَأَرْسَلْنَا إِلَيْهِمْ رُسُلاً كُلَّمَا جَاءهُمْ رَسُولٌ بِمَا لاَ تَهْوَى أَنْفُسُهُمْ فَرِيقًا كَذَّبُواْ وَفَرِيقًا يَقْتُلُونَ
অর্থ: আমি বনী-ইসরাঈলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তাদের কাছে অনেক রাসুল প্রেরণ করে ছিলাম। যখনই তাদের কাছে কোন রাসুল এমন নির্দেশ নিয়ে আসত যা তাদের মনে চাইত না, তখন তাদের অনেকের প্রতি তারা মিথ্যারোপ করত এবং অনেককে হত্যা (শহীদ) করে ফেলতো।
সুরা মায়িদা আয়াত: ৭০