কুরবানী মূলত আল্লাহকে খুশি করার এক প্রচেষ্টা। কিন্তু দুনিয়াবী কোনো কিছু দিয়ে মহান রবকে খুশি করার সাধ্য আমাদের কারো নেই। সেজন্য যথাসাধ্য উত্তম কোনো প্রাণী কুরবানী করা উচিৎ। আল্লাহ তা’আলা বলেন,
لَنْ تَنَالُوا الْبِرَّ حَتّٰی تُنْفِقُوْا مِمَّا تُحِبُّوْنَ وَ مَا تُنْفِقُوْا مِنْ شَیْءٍ فَاِنَّ اللهَ بِهٖ عَلِیْمٌ
অর্থ: তোমরা কিছুতেই পুণ্যের স্তরে উপনীত হতে পারবে না, যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু হতে (আল্লাহর জন্য) ব্যয় করবে। তোমরা যা-কিছুই ব্যয় কর, আল্লাহ সে সম্পর্কে পূর্ণ অবগত। সূরাঃ আলে ইমরান আয়াত: ৯২
উপরন্তু হাদীসে এসেছে, হযরত জাবের রা. বলেন,
أَنّ رَسُولَ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ ضَحّى بِكَبْشَيْنِ سَمِينَيْنِ عَظِيمَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ موجوءين
অর্থ: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি বড় শিংবিশিষ্ট সাদা-কালো বর্ণের হৃষ্টপুষ্ট খাসি দুম্বা জবাই করেছেন।
সূত্র: মুসনাদে আহমাদ, হাদীস ১৫০৬৪ সুনানে ইবনে মাজাহ, হাদীস ৩১২২