Home > কাদিয়ানীদের ভ্রান্ত আকিদা > আল্লাহ বলে দাবী করা।

আল্লাহ বলে দাবী করা।

 

প্রিয় পাঠক, পৃথিবীতে ফিরআউন নিজেকে খোদা বলে দাবি করেছিলো। মির্জা গোলাম কাদিয়ানীও নিজের বেলায় কি দাবি করেছে চলুন দেখা যাক।

মির্জা কাদিয়ানীর দাবি:

মির্জা গোলাম কাদিয়ানী দাবি করেছেন-

رایتنی فی المنام عین اللہ و تیقنت اننی ھو

অর্থাৎ আমি স্বপ্নে নিজেকে হুবহু আল্লাহ হিসাবে দেখেছি এবং আমার বিশ্বাসই হয়ে গেছে যে, আমি সেই আল্লাহই।
সূত্র: আয়েনায়ে কামালাত পৃ: ৫৬৪ রুহানী খাযায়েন খ: ৫ পৃৃ: ৫৬৪

তিনি আরও বলেছন-

خدا نمائی کا آئینہ میں ہوں

অর্থ: খোদা প্রকাশের আয়না আমি।
সুূত্র: নুযুলুল ওহী পৃ: ৮৪ রুহানী খাযায়েন খ: ১৮ পৃ: ৪৬২

এ উক্তি দুটি দিয়ে মূলত মির্জা কাদিয়ানী সাহেব নিজেকে আল্লাহ বলে দাবী করেছেন। কারণ তিনি যেহেতু নিজেকে নবী বলে দাবি করেছেন, আর নবীদের স্বপ্ন ও দাবি সত্য হয়। সুতরাং বুঝা গেলো, মির্জা সাহেব যে দাবি করেছেন, সেটা তার কাছেই সত্য। চলুন তাঁর কথা কতটুকু যৌক্তিক ও সত্য একটু খতিয়ে দেখা যাক।

ইসলামের দাবি:

এক.

পবিত্র কুরআনে আল্লাহ তা’আলা বলেন,

ٱللَّهُ لَاۤ إِلهَ إِلَّا هُوَ ٱلۡحَیُّ ٱلۡقَیُّومُۚ لَا تَأۡخُذُهُۥ سِنَةࣱ وَلَا نَوۡمࣱۚ

অর্থ: আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক। তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়।
সুরা বাকারা আয়াত: ২৫৫

অর্থাৎ আল্লাহ তা’য়ালা নিজেই নিজের গুন প্রকাশ করেছেন যে, তাঁকে ঘুম বা নিদ্রা স্পর্শ করতে পারে না।

إنَّ اللَّهَ عزَّ وجلَّ لا يَنامُ، ولا يَنْبَغِي له أنْ يَنامَ،

সূত্র: সহিহ মুসলিম হাদিস: ১৭৯

অপর আয়াতে আল্লাহ তা’য়ালা বলেন-

وَلِلّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَاللّهُ عَلَىَ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

অর্থ: আর আল্লাহর জন্যই হল আসমান ও যমিনের বাদশাহী। আল্লাহই সর্ব বিষয়ে ক্ষমতার অধিকারী
সুরা আলে ইমরান আয়াত: ১৮৯

অর্থাৎ মহান আল্লাহ পৃথীবির সব কিছুর উপর ক্ষমতাবান, তাঁকে কোনো কিছুই কাবু করতে পারে না। কিন্তু ঘুম বা তন্দ্রা যদি তাঁকে কাবু করতে পারে, তাহলে বুঝা যাবে, এ আয়াতটি সঠিক নয়। অথচ আল্লাহ তা’য়ালার প্রত্যেকটি কথাই সত্য।

সুতরাং বুঝা গেল আল্লাহ যিনি হবেন, তিনি ঘুমাবেন না, আর ঘুম কাউকে কাবু করলে, সে আল্লাহ হতে পারে না। অতএব যেহেতু মির্জা কাদিয়ানী এ কথাটি স্বপ্নে দেখেছেন, তার মানে তাকে ঘুমও কাবু করতে পারতো। সুতরাং আল্লাহ যেহেতু ঘুমান না, কিন্তু মির্জা কাদিয়ানী ঘুমাতো, প্রমাণ হলো মির্জা কাদিয়ানীর খোদায়ী দাবিতে সে চরম পর্যায়ের মিথ্যুক।

দুই,

মির্জা কাদিয়ানী নিজেকে আল্লাহর সন্তান বলেও দাবি করেছেন, তিনি বলেন, আল্লাহ আমাকে বললেন,

انت بمنزلة ولدي

অর্থাৎ আমার সন্তানের অবস্থানে আসীন।
সূত্র: হাকিকতুল ওহী পৃ: ৮৭ রুহানী খাযায়েন খ: ২২ পৃ: ৮৯

এ উক্তিতে কাদিয়ানী নিজেকে আল্লাহর সন্তান বলে দাবি করলেন, আর পূর্বের বক্তব্যে নিজেকে আল্লাহ বলে দাবি করলেন। কি হাস্যকর! একই ব্যক্তি বাবাও হবেন, আবার সন্তানও হবেন এটা কিভাবে সম্ভব? যারা এমন অবান্তর দাবি করতে পারেন, তারা হয়তো মিথ্যুক না হয় পাগল।

Check Also

মুজাদ্দিদ হওয়ার দাবি:

ভন্ড গোলাম আহমদ নিজেকে মুজাদ্দিদ দাবি করেছে, پھر جب تیرھویں صدی کا اخیر ہوا اور …

১৪ comments

  1. Wow that was unusual. I just wrote an really long comment but after I clicked submit my comment didn’t appear.
    Grrrr… well I’m not writing all that over again.
    Anyway, just wanted to say great blog! 0mniartist asmr

  2. My family always say that I am wasting my time here at web,
    however I know I am getting knowledge all the time by reading thes fastidious articles or reviews.
    0mniartist asmr

  3. My spouse and I stumbled over here coming from a different web page and thought I might as well check things out.
    I like what I see so now i am following you. Look forward to going
    over your web page repeatedly. 0mniartist
    asmr

  4. Hello mates, nice article and nice urging commented
    here, I am actually enjoying by these. asmr 0mniartist

  5. When someone writes an post he/she maintains the image of a user in his/her mind that
    how a user can know it. So that’s why this post is perfect.

    Thanks! asmr 0mniartist

  6. Wow, incredible weblog structure! How lengthy have you ever been blogging for?
    you make running a blog glance easy. The overall glance of your site is great, as neatly as
    the content!
    asmr 0mniartist

  7. Please let me know if you’re looking for a article author for your site.

    You have some really great articles and I think I
    would be a good asset. If you ever want to take some of the
    load off, I’d love to write some material for your blog in exchange for a link back
    to mine. Please blast me an email if interested. Thanks!

  8. scoliosis
    This is my first time go to see at here and i am actually happy to read all at single place.

    scoliosis

  9. scoliosis
    Hi there to all, how is the whole thing, I think every
    one is getting more from this site, and your views are nice designed for new visitors.
    scoliosis

  10. scoliosis
    I’ve been browsing online more than 4 hours today, yet
    I never found any interesting article like yours.
    It is pretty worth enough for me. In my view, if all site owners
    and bloggers made good content as you did, the net will be a lot
    more useful than ever before. scoliosis

  11. cialis 20mg usa: cialis 20mg low price cialis for daily use
    where can u buy cialis

  12. scoliosis
    Good day! This is kind of off topic but I need some help from an established blog.

    Is it difficult to set up your own blog? I’m not very techincal but I can figure
    things out pretty fast. I’m thinking about making my own but I’m not sure where to start.
    Do you have any points or suggestions? With thanks scoliosis

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.