ইতিকাফ অবস্থায় স্ত্রীর সাথে আলিঙ্গন করতে মসজিদ থেকে বের হলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। এ ব্যাপারে হানাফী মাযহাবের বক্তব্য হলো,
فان خرج لهذا الفعل فسد اعتكافه بالخروج
অর্থাৎ আলিঙ্গন সংক্রান্ত কারণে যদি মসজিদ থেকে বের হয়, তাহলে বের হলেই তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে।
সূত্র: আল মাবসুত (সারাখসী) খ. ৩ পৃ. ১২৩
কারণ হাদিস শরীফে এসেছে, আম্মাজান হযরত আয়েশা রা. বলেন,
كان لا يَدخلُ البيتَ إلا لحاجةِ الإنسانِ
অর্থ: মানবীয় প্রয়োজন ছাগলামি নবীজি সা. (ইতিকাফ অবস্থায়) ঘরে প্রবেশ করতেন না।
সূত্র: আল মাজমুউ (নববী) খ. ৬ পৃ. ৪৯৯