ঋতুবতী অবস্থায় সহবাস হারাম। কেননা, রাসূলুল্লাহ বলেছেন, عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَنْ أَتَى حَائِضًا أَوِ امْرَأَةً فِي دُبُرِهَا أَوْ كَاهِنًا فَقَدْ كَفَرَ بِمَا أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ صلى الله عليه وسلم অর্থ: যে ব্যাক্তি ঋতুবতী স্ত্রীর সাথে সহবাস করলো অথবা স্ত্রীর মলদ্বারে সঙ্গম করলো অথবা গণকের নিকট গেলো এবং সে যা বললো তা বিশ্বাস করলো, …
Read More »জায়েয-নাজায়েয
গর্ভাবস্থায় স্ত্রী সহবাস করা কি বৈধ?
গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত স্ত্রীর সাথে সহবাস করা যায়; ইসলাম এ ব্যপারে নিষেধ করে নি। আল্লাহ তাআলা বলেন, نِسَآؤُكُمْ حَرْثٌ لَّكُمْ فَأْتُواْ حَرْثَكُمْ أَنَّى شِئْتُمْ অর্থ: তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্যক্ষেত্র। তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার কর। সূরা বাক্বারাহ আয়াত: ২২৩ তবে এ নাজুক সময়ে কোন অভিজ্ঞ দ্বীনদার ডাক্তার যদি স্ত্রীর শারীরিক-মানসিক সুুস্থতার ঝুকি মনে করেন,তাহলে …
Read More »পায়ুপথে সহবাস করা যাবে?
স্ত্রীর মলদ্বারে সহবাস হারাম। কেননা, রাসূলুল্লাহ স: বলেছেন, عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لَا يَنْظُرُ اللهُ عَزَّ وَجَلَّ إِلَى رَجُلٍ جَامَعَ امْرَأَتَهُ فِي دُبُرِهَا অর্থ: হযরত আবূ হুরাইরাহ রা: থেকে বর্ণিত, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি তার স্ত্রীর মলদ্বারে সঙ্গম করে, আল্লাহ্ তার দিকে (দয়ার- দৃষ্টিতে) তাকান না। সূ্ত্র: সুনানে ইবনে মাজা …
Read More »প্রাপ্ত বয়স্ক মেয়ে বাবার সাথে ঘুমাতে পারবে?
মেয়ে প্রাপ্ত বয়স্কা হলে বাবা ও প্রাপ্ত বয়স্ক ভাই থেকে আলাদা ঘুমাতে হবে।একসাথে একই বিছানায় ঘুমানো যাবে না। কারণ হাদিস শরীফে এসেছে, عن عمرو بن شعيب عن ابيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم مروا اولادكم بالصلاة وهم ابناء سبع سنين واضربوهم عليها وهم ابناء عشر سنين وفرقوا بينهم في المضاجع অর্থ: আমর ইবনু শু‘আইব …
Read More »মৃত ব্যক্তির জন্য সাদাকা করা জায়েয?
মৃত ব্যক্তির জন্য সাদাকা করা জায়েয আছে। কারণ এ বিষয়ে হাদীসে এসেছে, عن عائشة رضى الله عنها أن رجلا أتى النى صلى الله عليه وسلم فقال يارسول الله أنَّ رَجُلًا أَتى النبيَّ ﷺ فَقالَ يا رَسولَ اللهِ إنَّ أُمِّيَ افْتُلِتَتْ نَفْسُها وَلَمْ تُوصِ وَأَظُنُّها لو تَكَلَّمَتْ تَصَدَّقَتْ أَفَلَها أَجْرٌ إنْ تَصَدَّقْتُ عَنْها قالَ نَعَمْ অর্থঃ আয়েশা রা. থেকে বর্ণিত, …
Read More »কা’বার দিকে থুথু ফেলা নিষেধ।
পবিত্র কা’বা সম্মানিত ঘর। কা’বার সম্মান রক্ষা করা সকল মুসলিমদের কর্তব্য। যার কারণে কা’বার দিকে ফিরে থুথু ফেলা নিষেধ। কারণ হাদিস শরীফে এসেছে, عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنّ رَسولَ اللَّهِ ﷺ رَأى في جِدارِ القِبْلَةِ مُخاطًا أوْ بُصاقًا أوْ نُخامَةً، فَحَكَّهُ অর্থঃ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণী আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু …
Read More »কা’বার দিকে পেশাব-পায়খানা করা নিষেধ:
কা’বার দিকে পেশাব-পায়খানা করা নিষেধ। হাদিস শরীফে এসেছে, عن أبي هريرة قَالَ قَالَ رَسُولِ اللَّهِ صلّى الله عليه وسلم قَالَ إِذا جَلَسَ أَحَدُكُمْ على حاجَتِهِ فلا يَسْتَقْبِلِ القِبْلَةَ وَلا يَسْتَدْبِرْها অর্থঃ হযরত আবু হুরায়রা রা: থেকে বর্ণিত, রাসুলুল্লাহ স: বলেন, যখন তোমাদের কেউ পায়খানায় বসবে,তখন কিবলামুখী হয়ে বসবে না এবং কিবলার দিকে পিঠ দিয়েও বসবে না। সূত্রঃ সহিহ মুসলিম …
Read More »কাবার দিকে পা দিয়ে ঘুমানো কি জায়েয?
পবিত্র বায়তুল্লাহ বা কা’বা সম্মানিত ঘর। কা’বার সম্মান রক্ষা করা সকল মুসলিমদের কর্তব্য। যার কারণে কা’বার দিকে ফিরে পেশাব-পায়খান বা থুথু ফেলা নিষেধ।সুতরাং কোন কারণ বা ওজর ছাড়া কা’বার দিকে পা দিয়ে ঘুমানোও ইসলামে মাকরুহ। কা’বার দিকে থুথু ফেলা নিষেধ: عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنّ رَسولَ اللَّهِ ﷺ رَأى في جِدارِ القِبْلَةِ مُخاطًا أوْ بُصاقًا …
Read More »কাকড়া খাওয়া কি হারাম?
পানিতে বসবাসকারী প্রাণীর ভেতর শুধু মাত্র মাছ খাওয়া বৈধ। কাকড়া খাওয়া জায়েয নেই। কারণ ‘কাকড়া’ কুরআন শরীফে বর্ণিত “খবাইস” এর অন্তর্ভুক্ত। মহান আল্লাহ বলেন, ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث অর্থ: এবং তাদের জন্য যাবতীয় পবিত্র বস্তু হালাল ঘোষনা করেন ও নিষিদ্ধ করেন হারাম বস্তুসমূহ। সুরা আরাফ আয়াত-১৫৭ উপরন্তু নবিজি স: বলেন, عن ابن عمر رضي الله عنه، قال قال …
Read More »গুগল এডসেন্স থেকে ইনকাম কি জায়েয?
মূলত গুগল অ্যাডসেন্স (Google AdSense) হলো একটি অ্যাডভারটাইজিং মাধ্যম। নিজস্ব ইউটিউব চ্যানেল,ফেসবুক বা ওয়েবসাইটে গুগল বরাবর অনলাইন দরখাস্ত করলে যদি তারা এক্সেপ্ট করে,তাহলে চ্যানেলের উপর গুগল অ্যাড যুক্ত করে দেয়। এ অ্যাডগুলো কখনো হালাল হতে পারে আবাব হারাম ব্যবসার অথবা অশ্লীল নারীদের মাধ্যমে হয়ে থাকে। নিজস্ব মনমত বাছাই করার অধিকার এডমিনের থাকে না। অবশ্য অশ্লীল বা হারাম ক্যাটাগরি লক …
Read More »