Home > জায়েয-নাজায়েয > কা’বার দিকে পেশাব-পায়খানা করা নিষেধ:

কা’বার দিকে পেশাব-পায়খানা করা নিষেধ:

 

কা’বার দিকে পেশাব-পায়খানা করা নিষেধ। হাদিস শরীফে এসেছে,

عن أبي هريرة قَالَ قَالَ رَسُولِ اللَّهِ صلّى الله عليه وسلم قَالَ إِذا جَلَسَ أَحَدُكُمْ على حاجَتِهِ فلا يَسْتَقْبِلِ القِبْلَةَ وَلا يَسْتَدْبِرْها

অর্থঃ হযরত আবু হুরায়রা রা: থেকে বর্ণিত, রাসুলুল্লাহ স: বলেন, যখন তোমাদের কেউ পায়খানায় বসবে,তখন কিবলামুখী হয়ে বসবে না এবং কিবলার দিকে পিঠ দিয়েও বসবে না।
সূত্রঃ সহিহ মুসলিম হাদিস: ২৬৫ আবু দাউদ: ৮

লেখক:

মুফতী রিজওয়ান রফিকী 

পরিচালক: মাদরাসা মারকাযুন নূর বোর্ড বাজার,গাজীপুর।

Check Also

মৃত ব্যক্তিদের দাফনে বিলম্ব করা যাবে না।

  عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ أَسْرِعُوا بِالْجَنَازَةِ …

Leave a Reply