Home > জায়েয-নাজায়েয > পায়ুপথে সহবাস করা যাবে?

পায়ুপথে সহবাস করা যাবে?

 

স্ত্রীর মলদ্বারে সহবাস হারাম। কেননা, রাসূলুল্লাহ স: বলেছেন,

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لَا يَنْظُرُ اللهُ عَزَّ وَجَلَّ إِلَى رَجُلٍ جَامَعَ امْرَأَتَهُ فِي دُبُرِهَا

অর্থ: হযরত আবূ হুরাইরাহ রা: থেকে বর্ণিত, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি তার স্ত্রীর মলদ্বারে সঙ্গম করে, আল্লাহ্ তার দিকে (দয়ার- দৃষ্টিতে) তাকান না।
সূ্ত্র: সুনানে ইবনে মাজা হাদিস: ১৯২৩ আবূ দাউদ:২১৬২ আহমাদ: ৭৬২৭ দারেমী: ১১৪০ বায়হাকী খ: ৭ পৃ: ৭৩৪

লেখক:

মুফতী রিজওয়ান রফিকী

পরিচালক: মাদরাসা মারকাযুন নূর বোর্ড বাজার, গাজীপুর।

Check Also

মৃত ব্যক্তিদের দাফনে বিলম্ব করা যাবে না।

  عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ أَسْرِعُوا بِالْجَنَازَةِ …

Leave a Reply