Home > জায়েয-নাজায়েয > মৃত ব্যক্তির জন্য সাদাকা করা জায়েয?

মৃত ব্যক্তির জন্য সাদাকা করা জায়েয?

 

মৃত ব্যক্তির জন্য সাদাকা করা জায়েয আছে। কারণ এ বিষয়ে হাদীসে এসেছে,

عن عائشة رضى الله عنها أن رجلا أتى النى صلى الله عليه وسلم فقال يارسول الله أنَّ رَجُلًا أَتى النبيَّ ﷺ فَقالَ يا رَسولَ اللهِ إنَّ أُمِّيَ افْتُلِتَتْ نَفْسُها وَلَمْ تُوصِ وَأَظُنُّها لو تَكَلَّمَتْ تَصَدَّقَتْ أَفَلَها أَجْرٌ إنْ تَصَدَّقْتُ عَنْها قالَ نَعَمْ

অর্থঃ আয়েশা রা. থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ (রা.) এর কাছে এসে জিজ্ঞের করল, ‘হে রাসূল! আমার মা হাঠাৎ ইন্তেকাল করেছেন। কোন অসিয়ত করে যেতে পারেননি। আমার মনে হয় তিনি কোন কথা বলতে পারলে অসিয়ত করে যেতেন। আমি যদি এখন তার পক্ষ থেকে সদকা করি তাতে কি তার সওয়াব হবে? তিনি উত্তর দিলেন, হ্যাঁ।
সূত্রঃ সহীহ বুখারী হাদীস: ১৩৮৮ সহীহ মুসলিম, হাদীস নং ১০০৪

লেখক

মুফতী রিজওয়ান রফিকী

পরিচালক: মাদরাসা মারকাযুন নূর বোর্ড বাজার,গাজীপুর সদর।

Check Also

মৃত ব্যক্তিদের দাফনে বিলম্ব করা যাবে না।

  عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ أَسْرِعُوا بِالْجَنَازَةِ …

Leave a Reply