Home > জায়েয-নাজায়েয (page 2)

জায়েয-নাজায়েয

মহিলারা চুলে কালার করতে পারবে কিনা ?

  মহিলারা শুধুমাত্র স্বামীর খুশি ও দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে চুল বাদামী, সোনালি, লালচে প্রভৃতি কালার করতে পারবে। কারণ হাদিস শরীফে এসেছে, إِنَّ أَبَا هُرَيْرَةَ رضى الله عنه قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏إِنَّ الْيَهُودَ وَالنَّصَارَى لاَ يَصْبُغُونَ فَخَالِفُوهُمْ অর্থ: হযরত আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহুদী ও নাসারারা (দাঁড়ি …

Read More »

পশু পাখি পোষা জায়েয?

পশু পাখি পোষা জায়েয আছে। কারণ হাদিস শরীফে এসেছে, عَنْ أَنَسٍ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْسَنَ النَّاسِ خُلُقًا وَكَانَ لِي أَخٌ يُقَالُ لَهُ أَبُو عُمَيْرٍ قَالَ أَحْسِبُهُ فَطِيمًا وَكَانَ إِذَا جَاءَ قَالَ يَا أَبَا عُمَيْرٍ مَا فَعَلَ النُّغَيْرُ نُغَرٌ كَانَ يَلْعَبُ بِهِ فَرُبَّمَا حَضَرَ الصَّلاَةَ وَهُوَ فِي بَيْتِنَا فَيَأْمُرُ بِالْبِسَاطِ الَّذِي تَحْتَهُ فَيُكْنَسُ وَيُنْضَحُ ثُمَّ يَقُومُ وَنَقُومُ خَلْفَهُ …

Read More »

বিড়াল পালা কি বৈধ?

বিড়াল পালা জায়েয। হাদীস শরীফে আছে, عن أَنَسَ بْن مَالِكٍ رضى الله عنه يَقُولُ إِنْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَيُخَالِطُنَا حَتَّى يَقُولَ لأَخٍ لِي صَغِيرٍ يَا أَبَا عُمَيْرٍ مَا فَعَلَ النُّغَيْرُ অর্থ: হযরত আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে মেলামেশা করতেন, এমনকি তিনি আমার এক ছোট ভাইকে জিজ্ঞেস করলেনঃ হে …

Read More »

কুকুর পালা কি জায়েয?

শরীয়তসম্মত ওজর ছাড়া কুকুর পালা জায়েয নয়, বরং এটা মারাত্মক গুনাহের কাজ। হাদীস শরীফে এসেছে, عَنْ أَبِي طَلْحَةَ رضى الله عنهم قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لاَ تَدْخُلُ الْمَلاَئِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلاَ تَصَاوِيرُ অর্থ: হযরত আবূ ত্বলহা রা. হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ফেরেশতা ঐ ঘরে প্রবেশ করেন না, যে ঘরে কুকুর থাকে …

Read More »

তিনটি জায়গায় মিথ্যা বলা বৈধ।

হাদিস শরীফে এসেছে, عَنْ أُمِّ كُلْثُومٍ بِنْتِ عُقْبَةَ قَالَتْ مَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُرَخِّصُ فِي شَىْءٍ مِنَ الْكَذِبِ إِلاَّ فِي ثَلاَثٍ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ لاَ أَعُدُّهُ كَاذِبًا الرَّجُلُ يُصْلِحُ بَيْنَ النَّاسِ يَقُولُ الْقَوْلَ وَلاَ يُرِيدُ بِهِ إِلاَّ الإِصْلاَحَ وَالرَّجُلُ يَقُولُ فِي الْحَرْبِ وَالرَّجُلُ يُحَدِّثُ امْرَأَتَهُ وَالْمَرْأَةُ تُحَدِّثُ زَوْجَهَا অর্থ: হযরত উম্মু …

Read More »

স্ত্রী কে খুশি রাখার উদ্যেশ্যে সত্য গোপন করা বৈধ।

হাদিস শরীফে এসেছে, عَنْ أُمِّ كُلْثُومٍ بِنْتِ عُقْبَةَ قَالَتْ مَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُرَخِّصُ فِي شَىْءٍ مِنَ الْكَذِبِ إِلاَّ فِي ثَلاَثٍ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ لاَ أَعُدُّهُ كَاذِبًا الرَّجُلُ يُصْلِحُ بَيْنَ النَّاسِ يَقُولُ الْقَوْلَ وَلاَ يُرِيدُ بِهِ إِلاَّ الإِصْلاَحَ وَالرَّجُلُ يَقُولُ فِي الْحَرْبِ وَالرَّجُلُ يُحَدِّثُ امْرَأَتَهُ وَالْمَرْأَةُ تُحَدِّثُ زَوْجَهَا অর্থ: হযরত উম্মু …

Read More »

পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা কি হারাম?

  পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। কারণ হাদীস শরীফে এসেছে, عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زُرَيْرٍ يَعْنِي الْغَافِقِيَّ أَنَّهُ سَمِعَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ إِنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ حَرِيرًا فَجَعَلَهُ فِي يَمِينِهِ وَأَخَذَ ذَهَبًا فَجَعَلَهُ فِي شِمَالِهِ ثُمَّ قَالَ إِنَّ هَذَيْنِ حَرَامٌ عَلَى ذُكُورِ أُمَّتِي অর্থ: আব্দুল্লাহ ইবনু যুবায়র (রাঃ) সূত্রে বর্ণিত, …

Read More »

ভ্রু প্লাক করা কি জায়েয?

চেহেরার সুন্দর্য বৃদ্ধি করার জন্য চোখের উপরের কিছু ভ্রু তুলে ফেলাকে ভ্রু প্লাক বলা হয় ৷ ইসলামে ভ্রু প্লাক করা সম্পূর্ণ হারাম। পাশাপাশি এটা আল্লাহর অভিসাপের মাধ্যম। হাদিস শরীফে এসেছে, عَنْ عَبْدِ اللَّهِ، لَعَنَ اللَّهُ الْوَاشِمَاتِ، وَالْمُسْتَوْشِمَاتِ وَالْمُتَنَمِّصَاتِ وَالْمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ، الْمُغَيِّرَاتِ خَلْقَ اللَّهِ تَعَالَى، مَالِي لاَ أَلْعَنُ مَنْ لَعَنَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَهْوَ فِي كِتَابِ اللَّهِ ‏(‏وَمَا آتَاكُمُ …

Read More »

হালাল পশুর পায়া (নিহারী) খাওয়া কি জায়েয?

হালাল প্রাণীর পায়া রান্না করে নিহারী বানিয়ে খাওয়া জায়েয আছে। কারণ হাদিসে এসেছে, عَنْ عَائِشَةَ، قَالَتْ لَقَدْ كُنَّا نَرْفَعُ الْكُرَاعَ فَيَأْكُلُهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَعْدَ خَمْسَ عَشْرَةَ مِنَ الأَضَاحِيِّ অর্থ: হযরত আয়েশা রাদি. বর্ণনা করেন, আমরা পায়া তুলে রাখতাম (সংরক্ষণ করে রাখতাম) অতঃপর রাসূলুল্লাহ (স.) ১৫ দিন পরে তা খেতেন। সূত্র: সুনানে তিরমিযি হাদিস: ১৫১১ ইবনে মাজাহ: …

Read More »

মহিলাদের চুল কাটা জায়েয?

সৌন্দর্য বাড়ানোর নিয়তে মহিলাদের জন্য চুল ছোট, করা জায়েজ আছে। কারণ হাদিসে এসেছে, كَانَ أَزْوَاجُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْخُذْنَ مِنْ رُءُوسِهِنَّ حَتَّى تَكُونَ كَالْوَفْرَةِ অর্থ: নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীগণ তাদের মাথার চুল এমনভাবে ছেঁটে-কেটে রাখতেন যে, শেষ পর্যন্ত তা ওয়াফরা (চুলের মাথা কেটে কান পর্যন্ত করা হলে তাকে ওয়াফরা বলা হয়) এর মত হয়ে যেতো। সূত্র: …

Read More »