Home > কুরবানীর মাসআলা > পায়া,মাথা ইত্যাদী কি করবে?

পায়া,মাথা ইত্যাদী কি করবে?

 

কারো ভাগে যদি পায়া, ক্ষুর, মাথা বা কোন হাড্ডি বেশি যায় তাহলে তার অংশ থেকে গোশত একটু কমিয়ে দিতে হবে। যেন গড়ে সমান হয়। এব কথায় যেভাবে সমতা রক্ষা হয়, সে পথ অবলম্বন করা। আল্লাহ তা’আলা বলেন,

وَلاَ تَأْكُلُواْ أَمْوَالَكُم بَيْنَكُم بِالْبَاطِلِ

অর্থ: তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না।
সুরাঃ বাকারা আয়াত: ১৮৮

Check Also

√মহিলারা কুরবানীর পশু যবাহ করতে পারবে?

  মুসলিম মহিলারা কুরবানীর পশু যবাহ করতে পারবে। যদি তারা যবাহের নিয়ম ভালোভাবে জানে। তবে …

Leave a Reply