Home > কুরবানীর মাসআলা > √মহিলারা কুরবানীর পশু যবাহ করতে পারবে?

√মহিলারা কুরবানীর পশু যবাহ করতে পারবে?

 

মুসলিম মহিলারা কুরবানীর পশু যবাহ করতে পারবে। যদি তারা যবাহের নিয়ম ভালোভাবে জানে। তবে যবাহ করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। হানাফী মাহাবের বিখ্যাতগ্রন্থ ‘দূররে মুখতারে এসেছে,
ولو الذابح مجنوناً أو امرأة أو صبیاً یعقل التسمیة والذبح ویقدر
নির্বোধ, মহিলা, বাচ্চা যদি জবাহ করার নিয়ম ও ‘বিসমিল্লাহ’ পড়তে জানে, তাহলে তার জন্য জবাহ করা বৈধ। -দূররে মুখতার, খ. ৯ পৃ. ৪৩০

হাদিস শরীফে এসেছে,

عَنْ ابْنِ كَعْبِ بْنِ مَالِكٍ عَنْ أَبِيهِ أَنَّ امْرَأَةً ذَبَحَتْ شَاةً بِحَجَرٍ فَسُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ ذ‘لِكَ فَأَمَرَ بِأَكْلِهَا

কা’ব ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত যে, এক নারী পাথরের সাহায্যে একটি বক্রী যবহ্ করেছিল। এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করা হলে তিনি সেটি খাওয়ার নির্দেশ দেন।
সূত্র: সহিহ বুখারী হাদিস: ৫৫০৪

Check Also

সামর্থ্যবান ব্যক্তি কুরবানী করতে না পারলে ক্বাযা করবে কিভাবে?

  যে ব্যক্তি কুরবানী করতে পারেনি। কিন্তু তার উপর কুরবানী করা আবশ্যক ছিল। তাহলে পরবর্তিতে …

Leave a Reply