Home > কুরবানীর মাসআলা > শরীকদের ভেতর গোশত ভাগ করার নিয়ম।

শরীকদের ভেতর গোশত ভাগ করার নিয়ম।

 

শরীকে কুরবানী করলে ওজন করে গোশত বণ্টন করতে হবে। অনুমান করে ভাগ করা জায়েয নয়। কারণ অনুমান করে ভাগ করলে কমবেশি হওয়ার সন্দেহ থেকেই যায়। আর সন্দেহযুক্ত বিষয় থেকে দুরে থাকতে বলেছেন নবীজি সা.।

ক. নবীজি সা. বলেছেন,

دَعْ مَا يَرِيبُكَ إِلَى مَا لاَ يَرِيبُكَ

যে বিষয়ে তোমার সন্দেহ হয়, তা ছেড়ে দিয়ে যাতে সন্দেহের সম্ভাবনা নেই তা গ্রহণ কর।
সূত্র: জামে তিরমিযি হাদিস: ২৫১৮

খ. হাদিস শরীফে এসেছে, নবীজি সা. বলেন,

فَمَنِ اتَّقَى الْمُشَبَّهَاتِ اسْتَبْرَأَ لِدِيِنِهِ وَعِرْضِهِ

অর্থ: যে ব্যক্তি সেই সন্দেহজনক বিষয়সমূহ হতে বেঁচে থাকবে, সে তার দ্বীন ও মর্যাদা রক্ষা করতে পারবে।
সূত্র: সহিহ বুখারী হাদিস: ৫২

আরও দেখুন,
আদ্দুররুল মুখতার খ. ৬ পৃ. ৩১৭, কাযীখান খ. ৩ পৃ. ৩৫১

Check Also

√মহিলারা কুরবানীর পশু যবাহ করতে পারবে?

  মুসলিম মহিলারা কুরবানীর পশু যবাহ করতে পারবে। যদি তারা যবাহের নিয়ম ভালোভাবে জানে। তবে …

Leave a Reply