যে পশু তিন পায়ে চলে, এক পা মাটিতে রাখতে পারে না বা ভর করতে পারে না অথবা যে পশু জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না তা দ্বারা কুরবানী করা জায়েয নয়।
হযরত আলী রা. হতে বর্ণিত আছে, তিনি বলেন,
আমি নবীজি সা. কে খোড়া পশু যবাহ করা যাবে কি না এ বিষয়ে প্রশ্ন করলে নবীজি সা. বললেন
قال إذا بلَغَتِ المَنْسَكَ
অর্থাৎ যদি তা কুরবানীর স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে (তবে তা কুরবানী করা যাবে)।
সূত্র: জামে তিরমিযি হাদিস: ১৫০৩ সুনানে আবু দাউদ: ৩৮৭, বাদায়েউস সানায়ে খ: ৪ পৃ: ২১৪ রদ্দুল মুহতার খ: ৬ পৃ: ৩২৩ আলমগীরী খ: ৫ পৃ: ২৯৭
মুফতি রিজওয়ান রফিকী প্রিন্সিপাল- মাদরাসা মারকাযুন নূর বোর্ড বাজার, গাজীপুর সদর