ঈদুল আযহার নামাজের পূর্বে যদি কুরবানী করে, তাহলে কুরবানী আদায় হবে না। পূনরায় আরেকটি পশু যকাত করতে হবে।
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ النَّحْرِ مَنْ كَانَ ذَبَحَ قَبْلَ الصَّلاَةِ فَلْيُعِدْ
অর্থ: হযরত আনাস ইবনু মালিক রা. থেকে বর্ণিত, তিনি বলেন, কুরবানীর দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যাক্তি নামাজ আদায়ের পূর্বে যবাহ করেছে, সে যেন পুনরায় যবাহ করে।
সূত্র: সহিহ বুখারী হাদিস: ৫১৫১
মুফতি রিজওয়ান রফিকী প্রিন্সিপাল- মাদরাসা মারকাযুন নূর বোর্ড বাজার, গাজীপুর সদর