Home > কুসংস্কার > ৯. দা, কাঁচি বা ছুরি ডিঙ্গিয়ে গেলে তা প্রনাম করা।

৯. দা, কাঁচি বা ছুরি ডিঙ্গিয়ে গেলে তা প্রনাম করা।

সমাজে একটি কুসংস্কার প্রচলিত রয়েছে যে, “দা-কাঁচি বা ছুরি ডিঙ্গিয়ে গেলে তা প্রনাম না করলে ক্ষতি হয়” কিছু অঞ্চলে প্রচলন রয়েছে, মেয়েরা এগুলো ডিঙ্গিয়ে গেলে জরায়ুর পর্দা বড় হয়ে যায় ।” এটা শিরক। কারণ ক্ষতি করার ক্ষমতা ছুরি বা দা-কাঁচির নেই। পৃথিবীতে যা ঘটে সব একমাত্র আল্লাহর পক্ষ থেকে। মহান আল্লাহ বলেন,

بَلۡ لِّلّٰهِ الۡاَمۡرُ جَمِیۡعًا

অর্থাৎ বরং সব কাজ তো আল্লাহর হাতে।
সুরাঃ রা’দ আয়াত: ৩১

Check Also

স্বামীর নাম মুখে নিলে অমঙ্গল।

  সমাজে একটি কুসংস্কার প্রচলিত রয়েছে যে, ”স্বামীর নাম মুখে নেয়া যাবে না। এতে স্বামীর …

Leave a Reply