Home > কুসংস্কার > গায়ে ঝাড়ু লাগলে জ্বর আসে?

গায়ে ঝাড়ু লাগলে জ্বর আসে?

 

গায়ে ঝাড়ু লাগলে জ্বর হয় বা অসুস্থতা আসে, এটা হাদিস বিরোধী কথা। কারণ হাদিস শরীফে এসেছে,

عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ الْحُمَّى مِنْ فَيْحِ جَهَنَّمَ فَأَبْرِدُوْهَا بِالْمَاءِ

অর্থ: হযরত আয়েশা রা. হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘জ্বর হয় জাহান্নামের উত্তাপ থেকে। কাজেই তোমরা তা পানি দিয়ে ঠান্ডা কর।’
সূত্র: সহিহ বুখারী হাদিস: ৩২৬৩

উপরন্তু এসকল কুসংস্কারে বিশ্বাস করা কুফরী। কারণ রোগব্যাধি সব কিছু আল্লাহর ইশারায় হয়ে থাকে। মহান আল্লাহ তা’য়ালা বলেছেন,

مَا أَصَابَ مِن مُّصِيبَةٍ فِي الْأَرْضِ وَلَا فِي أَنفُسِكُمْ إِلَّا فِي كِتَابٍ مِّن قَبْلِ أَن نَّبْرَأَهَا إِنَّ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرٌ

অর্থ: হপৃথিবীতে এবং ব্যক্তিগতভাবে তোমাদের উপর কোন বিপদ আসে না; কিন্তু তা জগত সৃষ্টির পূর্বেই কিতাবে লিপিবদ্ধ আছে। নিশ্চয় এটা আল্লাহর পক্ষে সহজ।
সুরাঃ হাদিদ আয়াত: ২২

Check Also

১২. পাতিলে বা পাটায় ভাত খেলে মেয়ে সন্তান জন্ম নেয়।

  সমাজে একটি কুসংস্কার প্রচলিত রয়েছে যে, “পাতিলে বা কড়াইয়ে ভাত খেলে অথবা পাটায় মোছা …

Leave a Reply