Home > কুসংস্কার > ৮. মহিলাদের হাতে বালা বা চুড়ি না পড়লে স্বামীর হায়াৎ কমে যায়।

৮. মহিলাদের হাতে বালা বা চুড়ি না পড়লে স্বামীর হায়াৎ কমে যায়।

 

সমাজে একটি কুসংস্কার প্রচলিত রয়েছে যে, “মহিলাদের হাতে বালা বা চুড়ি না পড়লে সে হাত দিয়ে স্বামীকে পানি দিলে স্বামীর হায়াৎ কমে যায়।” এটা একটি জঘন্য কুফরী। যার সাথে মুসলিমদের বিশ্বাসের সাথে কোনো সম্পর্কই নেই, বরং পুরোটাই কুসংস্কার। কারণ হায়াতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তা’য়ালা বলেন,

وَ لِکُلِّ اُمَّة اَجَلٌ ۚ فَاِذَا جَآءَ اَجَلُهُمۡ لَا یَسۡتَاۡخِرُوۡنَ سَاعَة وَّ لَا یَسۡتَقۡدِمُوۡنَ

প্রত্যেক সম্প্রদায়ের একটি মেয়াদ রয়েছে। যখন তাদের মেয়াদ এসে যাবে, তখন তারা না এক মুহুর্ত পিছে যেতে পারবে, আর না এগিয়ে আসতে পারবে।
সুরাঃ আরাফ আয়াত: ৩৪

Check Also

স্বামীর নাম মুখে নিলে অমঙ্গল।

  সমাজে একটি কুসংস্কার প্রচলিত রয়েছে যে, ”স্বামীর নাম মুখে নেয়া যাবে না। এতে স্বামীর …

Leave a Reply