Home > মাসআলা-মাসাইল > বাচ্চাকে সর্বোচ্চ কতদিন মায়ের দুধ পান করানো যাবে?

বাচ্চাকে সর্বোচ্চ কতদিন মায়ের দুধ পান করানো যাবে?

চান্দ্রমাসের হিসাব অনুযায়ী প্রত্যেক মা তার বাচ্চাকে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত দুধ পান করাতে পারবে। দুই বছরের অধিক দুধ পান করানো যাবে না। কারণ পবিত্র কুরআনে আল্লাহ তা’আলা বলেন,

وَ الْوَالِدٰتُ یُرْضِعْنَ اَوْلَادَهُنَّ حَوْلَیْنِ كَامِلَیْنِ لِمَنْ اَرَادَ اَنْ یُّتِمَّ الرَّضَاعَةَ

অর্থ: আর সন্তানবতী নারীরা তাদের সন্তানদেরকে পূর্ন দু’বছর দুধ খাওয়াবে, যদি দুধ খাওয়াবার পূর্ণ মেয়াদ সমাপ্ত করতে চায়।
সূরা বাকারা আয়াত: ২৩৩

 

লেখক:

মুফতী রিজওয়ান রফিকী

পরিচালক: মাদরাসা মারকাযুন নূর বোর্ড বাজার, গাজীপুর।

Check Also

বাচ্চাকে কতদিন দুধ পান করাতে হবে?

প্রত্যেক মায়ের উচিত কুরআনের হুকুম অনুযায়ী তাঁর সন্তানকে পূর্ণ দু’বছর দুধ পান করানো। কারণ পবিত্র …

Leave a Reply