Home > মাসআলা-মাসাইল > বাচ্চাকে কতদিন দুধ পান করাতে হবে?

বাচ্চাকে কতদিন দুধ পান করাতে হবে?

প্রত্যেক মায়ের উচিত কুরআনের হুকুম অনুযায়ী তাঁর সন্তানকে পূর্ণ দু’বছর দুধ পান করানো। কারণ পবিত্র কুরআনে এসেছে,

وَ الْوَالِدٰتُ یُرْضِعْنَ اَوْلَادَهُنَّ حَوْلَیْنِ كَامِلَیْنِ لِمَنْ اَرَادَ اَنْ یُّتِمَّ الرَّضَاعَةَ

অর্থ: আর সন্তানবতী নারীরা তাদের সন্তানদেরকে পূর্ন দু’বছর দুধ খাওয়াবে, যদি দুধ খাওয়াবার পূর্ণ মেয়াদ সমাপ্ত করতে চায়।
সূরা বাকারা আয়াত: ২৩৩

তবে মা ও শিশুর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে বিশেষ বিশেষ ক্ষেত্রে নবজাতক শিশুকে মায়ের বুকের দুধ পান করানো থেকে বিরত রাখারও অনুমতি রয়েছে। কেননা আল্লাহ তা’আলা বলেন,

فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلاَ عَادٍ فَلا إِثْمَ عَلَيْهِ إِنَّ اللّهَ غَفُورٌ رَّحِيمٌ

অর্থ: অবশ্য যে লোক অনন্যোপায় হয়ে পড়ে এবং নাফরমানী ও সীমালঙ্ঘনকারী না হয়, তার জন্য কোন পাপ নেই। নিঃসন্দেহে আল্লাহ মহান ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু।
সুরা বাকারা আয়াত: ১৭৩ আল আশবাহ পৃ: ৮৩

লেখক:

মুফতী রিজওয়ান রফিকী

পরিচালক: মাদরাসা মারকাযুন নূর বোর্ড বাজার, গাজীপুর।

Check Also

বাচ্চাকে সর্বোচ্চ কতদিন মায়ের দুধ পান করানো যাবে?

চান্দ্রমাসের হিসাব অনুযায়ী প্রত্যেক মা তার বাচ্চাকে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত দুধ পান করাতে পারবে। …

Leave a Reply