Home > কুরবানীর মাসআলা > কর্মচারীকে কুরবানীর মাংস দেয়া যাবে?

কর্মচারীকে কুরবানীর মাংস দেয়া যাবে?

 

নিজের প্রতিষ্ঠানের কর্মচারীকে বেতন হিসাবে কুরবানীর মাংস দেয়া যাবে না। এমনকি যদি মালিকোর উপর কর্মচারীর খাবারের দায়ীত্বও থাকে তাহলে তাহলে কুরবানীর মাংস থেকে খেতে দিতে পারবে না। ফিকহের বিখ্যাত গ্রন্থ রদ্দুল মুহতারে এসেছে,

وَلَا يُعْطَى أَجْرُ الْجَزَّارِ مِنْهَا لِأَنَّهُ كَبَيْعٍ

অর্থাৎ কসাইকে তার পারিশ্রমিক হিসাবে কুরবানীর কোন অংশ দেয়া যাবে না।কারণ এটা বিক্রির পর্যায়ের।
সূত্র: রদ্দুল মুহতার খ: ৯ পৃ: ৪৭৫

আর কুরবানীর কোন অংশ বিক্রি করা যাবে না। কারণ হাদিসে এসেছে,

عن أبي هريرة قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ مَنْ بَاعَ جِلْدَ أُضْحِيّتِهِ فَلاَ أُضْحِيّةَ لَهُ

অর্থঃ হযরত আবু হুরায়রা রা: থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে তার কুরবানীর চামড়া (নিজের জন্য) বিক্রি করবে, তার কুরবানী শুদ্ধ হবে না।
সূত্রঃ জামে সগীর হাদিস: ৮৫৩৫ মুসতাদরাকে হাকেম: ৩৪৬৮ বায়হাকী: ১৯৭০৮ (হাদিস সহিহ)

লেখক

মুফতী রিজওয়ান রফিকী

পরিচালক: মাদরাসা মারকাযুন নূর বোর্ড বাজার,গাজীপুর সদর।

Check Also

√মহিলারা কুরবানীর পশু যবাহ করতে পারবে?

  মুসলিম মহিলারা কুরবানীর পশু যবাহ করতে পারবে। যদি তারা যবাহের নিয়ম ভালোভাবে জানে। তবে …

Leave a Reply