Home > কুরবানীর মাসআলা > জোড় বেজোর শরীকে কুরবানী করার বিধান।

জোড় বেজোর শরীকে কুরবানী করার বিধান।

 

একটি গরু ও উটে সাতজন পর্যন্ত শরীক হওয়া যায়। এ ক্ষেত্রে জোড় বেজোড় সংখ্যা বিবেচ্য নয়। হাদিসে এসেছে

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ نَحَرْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الْحُدَيْبِيَةِ الْبَدَنَةَ عَنْ سَبْعَةٍ وَالْبَقَرَةَ عَنْ سَبْعَةٍ

অর্থ: হযরত জাবিন বিন আব্দুল্লাহ রাঃ থেকে বর্ণিত তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদাইবিয়ার বছর এক একটি উট ও গরুতে সাতজনে শরীক হয়ে কুরবানী করেছি।
সূত্র: সহীহ মুসলিম হাদীস: ১৩১৮

وَلَا شَكَّ فِي جَوَازِ بَدَنَةٍ أَوْ بَقَرَةٍ عَنْ أَقَلَّ مِنْ سَبْعَةٍ بِأَنْ اشْتَرَكَ اثْنَانِ أَوْ ثَلَاثَةٌ أَوْ أَرْبَعَةٌ أَوْ خَمْسَةٌ أَوْ سِتَّةٌ فِي بَدَنَةٍ أَوْ بَقَرَةٍ

অর্থ: একটি উট বা গরুতে সাত শরীকের কম তথা ২/৩/৪/৫/৬ শরীকে কুরবানী দেয়ার বৈধতার ব্যাপারে কোন সন্দেহ নেই।
সূত্র: বাদায়ে সানায়ে খ: ৬ পৃ: ৩০৪

লেখক

মুফতী রিজওয়ান রফিকী

পরিচালক: মাদরাসা মারকাযুন নূর বোর্ড বাজার,গাজীপুর সদর।

Check Also

√মহিলারা কুরবানীর পশু যবাহ করতে পারবে?

  মুসলিম মহিলারা কুরবানীর পশু যবাহ করতে পারবে। যদি তারা যবাহের নিয়ম ভালোভাবে জানে। তবে …

Leave a Reply