Home > জায়েয-নাজায়েয > পুরুষের জন্য টাখনুর নিচে কাপড় পরা হারাম।

পুরুষের জন্য টাখনুর নিচে কাপড় পরা হারাম।

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رضى الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ مِنَ الإِزَارِ فَفِي النَّارِ

অর্থ: হযরত আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইযারের যে পরিমান টাখনুর নীচে যাবে, সে পরিমান জাহান্নামে যাবে।
সূত্র: সহিহ বুখারী হাদিস: ৫৭৮৭

অপর হাদিসে এসেছে,

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏لاَ يَنْظُرُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ إِلَى مَنْ جَرَّ ثَوْبَهُ خُيَلاَءَ

অর্থ: হযরত আবদুল্লাহ ইবনু উমার রা. হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ গৰ্ব-অহংকারে মত্ত হয়ে যে লোক তার পরনের কাপড় পায়ের গোছার নিচ পর্যন্ত ঝুলিয়ে পরে, আল্লাহ তা’আলা কিয়ামত দিবসে তার দিকে দৃষ্টিপাত করবেন না।
সূত্র: সহিহ বুখারী হাদিস: ৫৭৮৩ সহিহ মুসলিম হাদিস:২০৮৫

Check Also

স্ত্রীকে বোন বা স্বামীকে ভাই বলা যাবে কি না?

ভালোবেসে স্ত্রীকে বোন বলে ডাকা বা স্বামীকে ভাই বলে সম্বোধন করা মাকরুহ। কেননা হাদীস শরীফে …

Leave a Reply