Home > রোযা > রোযার নিয়ত করেও স্ত্রী সহবাস জায়েয

রোযার নিয়ত করেও স্ত্রী সহবাস জায়েয

সাহরী খেয়ে রোযার নিয়ত করার পরও সুবহে সাদিক তথা সাহরীর শেষ সময় পর্যন্ত পানাহার বা স্ত্রী সহবাস জায়েয। এতে রোযার কোন ক্ষতি হবে না। কারণ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন-

أُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَى نِسَائِكُمْ

অর্থাৎ রমযানের রাতে তোমাদের জন্য স্ত্রী সম্ভোগ হালাল করা হয়েছে। সুরা বাকারা আয়াত-১৮৭

 

লেখক:

মুফতী রিজওয়ান রফিকী

পরিচালক- মাদরাসা মারকাযুন নূর বোর্ড বাজার,গাজীপুর।

Check Also

ইমাম সাহেবের হুজরায় যেতে পারবে কি না?

إن خرج من غير عذر ساعة فسد اعتكافه অর্থাৎ কোনো প্রয়োজন ছাড়া যদি ইতিকাফকারী ব্যক্তি …

Leave a Reply