Home > রোযা > মসজিদের বারান্দায় ইতেকাফ

মসজিদের বারান্দায় ইতেকাফ

 

যদি মসজিদ নির্মাণের সময় বারান্দাটিকে মূল মসজিদ হিসেবেই নির্মাণ করা হয়ে থাকে। তাহলে বারান্দায় ইতিকাফে বসার দ্বারাও ইতিকাফ আদায় হবে।

আর যদি বারান্দাকে মূল মসজিদ হিসেবে ধরা না হয়, তাহলে তাতে ইতিকাফে বসলে ইতিকাফ শুদ্ধ হবে না।

لا يصح إلا فى مسجد يصلى فيه
সূত্র: হিদায়াহ খ. ২ পৃ. ৩০৮

وَلَا اعْتِكَافَ إِلَّا فِي مَسْجِدٍ جَامِعٍ

অর্থ: আয়িশাহ্ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, জামে মসজিদ ছাড়া ই‘তিকাফ হবে না।
সূত্র: সুনানে আবু দাউদ হাদিস: ২৪৭৩

Check Also

মসজিদের বারান্দায় যেতে পারবে কি না?

  যাবে। যদি উক্ত বারান্দা মূল মসজিদের অন্তর্ভূক্ত হিসেবে ধর্তব্য হয়। অর্থাৎ মসজিদ নির্মাণের সময় …

Leave a Reply