Home > ভিডিও > কাউকে গালি দেওয়া

কাউকে গালি দেওয়া

সুন্নীদের গুরু সুন্নাত দিয়ে প্রমাণ দেবেন।

الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ ‏
সূত্র: সহিহ মুসলিম, হাদিস: ৪১

وَاللَّهِ لاَ يُؤْمِنُ وَاللَّهِ لاَ يُؤْمِنُ وَاللَّهِ لاَ يُؤْمِنُ قِيلَ وَمَنْ يَا رَسُولَ اللَّهِ قَالَ الَّذِي لاَ يَأْمَنُ جَارُهُ بَوَايِقَهُ
সূত্র: সহিহ বুখারী, হাদিস; ৬০১৬

...মুসলিম অমুসলিম সবাই শামিল

سِبَابُ الْمُسْلِمِ فُسُوقٌ وَقِتَالُهُ كُفْرٌ ‏
সূত্র: সহিহ বুখারী, হাদিস: ৬০৪৪

لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَّانِ وَلاَ اللَّعَّانِ وَلاَ الْفَاحِشِ وَلاَ الْبَذِيءِ ‏
সূত্র: জামে তিরমিযি, হাদিস: ১৯৭৭ মুসনাদে আহমাদ: ৩৮৩৯

১. যাদের মুখে এত নোংড়া ভাষা তাদের মুখে নবীজির সা. ভালোবাসা মানায় না।
২. এমন একজন লোক যদি পীর হয়, তাহলে তার মুরিদরা কেমন?
৩. যারা এমন গালি দেয়, তারা শয়তানী হতে পারে সুন্নী নয়।

Check Also

আল্লাহর নৈকট্য অর্জন ফরজ নয়?

হেযবুত তওহীদের দাবি: প্রশ্ন আসে, তবে কি আধ্যাত্মিক উন্নতি লাভের প্রয়োজনীয়তা এ দীনে নেই? আছে, …

Leave a Reply