Home > ভিডিও > কাউকে অপবাদ দেওয়া:

কাউকে অপবাদ দেওয়া:

পরোক্ষ শাস্তি

وَالَّذِينَ يُؤْذُونَ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ بِغَيْرِ مَا اكْتَسَبُوا فَقَدِ احْتَمَلُوا بُهْتَانًا وَإِثْمًا مُّبِينًا
সূরা আহযাব,আয়াত: ৫৮

প্রত্যক্ষ শাস্তি:

وَالَّذِينَ يَرْمُونَ الْمُحْصَنَاتِ ثُمَّ لَمْ يَأْتُوا بِأَرْبَعَةِ شُهَدَاء فَاجْلِدُوهُمْ ثَمَانِينَ جَلْدَةً وَلَا تَقْبَلُوا لَهُمْ شَهَادَةً أَبَدًا وَأُوْلَئِكَ هُمُ الْفَاسِقُونَ
সূরা আন নূর, আয়াত: ৪

مَنْ قَذَفَ مَمْلُوكَهُ بِالزِّنَا يُقَامُ عَلَيْهِ الْحَدُّ يَوْمَ الْقِيَامَةِ إِلاَّ أَنْ يَكُونَ كَمَا قَالَ
সূত্র: সহিহ মুসলিম, হাদিস: ১৬৬০

لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَّانِ وَلاَ اللَّعَّانِ وَلاَ الْفَاحِشِ وَلاَ الْبَذِيءِ ‏মু’মিন কখনো দোষারোপকারী ও নিন্দাকারী হতে পারে না, অভিসম্পাতকারী হতে পারে না, অশ্লীল কাজ করে না এবং কটুভাষীও হয় না।
সূত্র: জামে তিরমিযি, হাদিস: ১৯৭৭

…সুন্নী কেমনে হয়?
…তিনি দুনিয়া আখেরাতে ফাসেকে।
…ইসলামী আইন থাকলে দুররা মারা।
…এই নোংড়াভাসী লোক এবং আল্লাহর সিদ্ধান্তানুযায়ী ফাসেক ব্যক্তা সবার মুরুব্বী হতে পারলেও অন্তত আমার মাথা এত সস্তা নয় যে, তারে আমি মুকুট বানিয়ে পরবো।

Check Also

আল্লাহর নৈকট্য অর্জন ফরজ নয়?

হেযবুত তওহীদের দাবি: প্রশ্ন আসে, তবে কি আধ্যাত্মিক উন্নতি লাভের প্রয়োজনীয়তা এ দীনে নেই? আছে, …

Leave a Reply