Home > ফাযায়েলে আ'মাল > প্রতি কদমে গুনাহ মাফ ও মর্যাদা বুদ্ধির আমল:

প্রতি কদমে গুনাহ মাফ ও মর্যাদা বুদ্ধির আমল:

 

مَن تَطَهَّرَ في بَيْتِهِ ثُمَّ مَشى إلى بَيْتٍ مَن بُيُوتِ اللهِ لِيَقْضِيَ فَرِيضَةً مِن فَرائِضِ اللهِ، كانَتْ خَطْوَتاهُ إحْداهُما تَحُطُّ خَطِيئَةً والأُخْرى تَرْفَعُ دَرَجَةً

অর্থাৎ যে ব্যক্তি বাড়ি থেকে ওযু করে আল্লাহর কোনো ঘরের দিকে এই উদ্দেশ্যে যাত্রা করে যে, আল্লাহর নির্ধারিত কোনো ফরয ইবাদত (নামায) আদায় করবে, তাহলে তার কৃত প্রতিটি দুই পদক্ষেপের মধ্যে একটিতে একটি করে গুনাহ মিটাবে এবং অপরটিতে একটি করে মর্যাদা উন্নত করবে।
সূত্র: সহিহ মুসলিম, হাদিস: ৬৬৬

Check Also

আল্লাহ নিজে যাঁর সাথে সম্পর্ক রাখেন:

  আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, مَنْ …

Leave a Reply