Home > ফাযায়েলে আ'মাল > আল্লাহ নিজে যাঁর সাথে সম্পর্ক রাখেন:

আল্লাহ নিজে যাঁর সাথে সম্পর্ক রাখেন:

 

আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

مَنْ وَصَلَ صَفّاً وَصَلَهُ اللهُ وَمَنْ قَطَعَ صَفّاً قَطَعَهُ اللهُ

যে ব্যক্তি কাতার মিলাবে, আল্লাহ তার সাথে মিল রাখবেন, আর যে ব্যক্তি কাতার ছিন্ন করবে (মানে কাতারে ফাঁক রাখবে), আল্লাহও তার সাথে (সম্পর্ক) ছিন্ন করবেন।
সূত্র: মুসতাদরাকে হাকেম, হাদিস: ৮৭০

Check Also

যে আমলে জান্নাতে একটি ঘর নির্মিত হয়:

  وَعَنْ أُمِّ المُؤْمِنِينَ أُمِّ حَبِيبَةَ رَمْلَةَ بِنْتِ أَبِي سُفْيَانَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَتْ سَمِعتُ …

Leave a Reply