Home > রোযা > ইতিকাফ অবস্থায় স্ত্রীর সাথে আলিঙ্গন করতে মসজিদ থেকে বের হওয়া

ইতিকাফ অবস্থায় স্ত্রীর সাথে আলিঙ্গন করতে মসজিদ থেকে বের হওয়া

ইতিকাফ অবস্থায় স্ত্রীর সাথে আলিঙ্গন করতে মসজিদ থেকে বের হলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। এ ব্যাপারে হানাফী মাযহাবের বক্তব্য হলো,

فان خرج لهذا الفعل فسد اعتكافه بالخروج

অর্থাৎ আলিঙ্গন সংক্রান্ত কারণে যদি মসজিদ থেকে বের হয়, তাহলে বের হলেই তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে।
সূত্র: আল মাবসুত (সারাখসী) খ. ৩ পৃ. ১২৩

কারণ হাদিস শরীফে এসেছে, আম্মাজান হযরত আয়েশা রা. বলেন,

كان لا يَدخلُ البيتَ إلا لحاجةِ الإنسانِ

অর্থ: মানবীয় প্রয়োজন ছাগলামি নবীজি সা. (ইতিকাফ অবস্থায়) ঘরে প্রবেশ করতেন না।
সূত্র: আল মাজমুউ (নববী) খ. ৬ পৃ. ৪৯৯

Check Also

ইমাম সাহেবের হুজরায় যেতে পারবে কি না?

إن خرج من غير عذر ساعة فسد اعتكافه অর্থাৎ কোনো প্রয়োজন ছাড়া যদি ইতিকাফকারী ব্যক্তি …

Leave a Reply