রোজা অবস্থায় পায়খানার সাথে তাজা রক্ত বেরিয়ে গেলে রোযা ভঙ্গ হবে না।
হযরত আয়শা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ
إِنَّمَا الْإِفْطَارُ مِمَّا دَخَلَ وَلَيْسَ مِمَّا خَرَجَ
কোন কিছু প্রবেশ করার দ্বারা রোযা ভেঙ্গে যায়, বের হবার দ্বারা নয়।
সূত্র: মুসনাদে আবী ইয়ালা, হাদীস নং-৪৬০২
মুফতি রিজওয়ান রফিকী প্রিন্সিপাল- মাদরাসা মারকাযুন নূর বোর্ড বাজার, গাজীপুর সদর