Home > ফাযায়েলে আ'মাল > মৃত্যুর আগেই জান্নাতে নিজের ঘর দেখার আমল।

মৃত্যুর আগেই জান্নাতে নিজের ঘর দেখার আমল।

 

হযরত আনাস ইবনে মালিক রা. থেকে বর্ণিত, নবীজি সা. বলেছেন,

من صلّى عليَّ في يومٍ ألفَ مرَّةٍ لم يمُتْ حتّى يرى مقعدَه من الجنَّةِ

অর্থাৎ যে ব্যক্তি আমার উপর প্রতিদিন ১ হাজার বার দরুদ শরীফ পাঠ করবে, সে তার জান্নাতের ঠিকানা না দেখার আগ পর্যন্ত মৃত্যুবরণ করবে না।
সূত্র: আত তারগীব ওয়াত তারহীব (মুনযিরি রহ.) খ. ২ পৃ. ৪০৪ আল-আমালী হাদিস: ৫৬ আত-তারগীব ফি ফাযায়িলিল আ’মাল (ইবনে শাহীন রহ.) : ১৯

Check Also

যে আমলে জান্নাতে একটি ঘর নির্মিত হয়:

  وَعَنْ أُمِّ المُؤْمِنِينَ أُمِّ حَبِيبَةَ رَمْلَةَ بِنْتِ أَبِي سُفْيَانَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَتْ سَمِعتُ …

Leave a Reply