Home > কুরবানীর মাসআলা > একটি ছাগল কত জনের পক্ষ থেকে কুরবানী করা যাবে?

একটি ছাগল কত জনের পক্ষ থেকে কুরবানী করা যাবে?

 

বিশিষ্ট তাবেয়ী হযরত আবদুল্লাহ ইবনুল মুবারাক রহ. বলেছেন,

لاَ تُجْزِئُ الشَّاةُ إِلاَّ عَنْ نَفْسٍ وَاحِدَةٍ

অর্থাৎ একটি ছাগল শুধু একজনের পক্ষ থেকে কুরবানী করতে পারবে।
সূত্র: নাইলুল আওতার খ: ৫ পৃ: ১৩৭ ই’লাউস সুনান খ: ১৭ পৃ: ২০৯

Check Also

√মহিলারা কুরবানীর পশু যবাহ করতে পারবে?

  মুসলিম মহিলারা কুরবানীর পশু যবাহ করতে পারবে। যদি তারা যবাহের নিয়ম ভালোভাবে জানে। তবে …

Leave a Reply