Home > কুরবানীর মাসআলা > জন্মগতভাবে অন্ডকোষ নাই এমন পশুর কুরবানী

জন্মগতভাবে অন্ডকোষ নাই এমন পশুর কুরবানী

কোন পশুর জন্মগত ভাবে অন্ডকোষ না থাকলে, সেটা দিয়ে কোরবানী দেওয়া যাবে। কারণ হাদিস শরীফে এসেছে,

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ ذَبَحَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الذَّبْحِ كَبْشَيْنِ أَقْرَنَيْنِ أَمْلَحَيْنِ مُوجَأَيْنِ

অর্থ: হযরত জাবের ইবনে ‘আব্দুল্লাহ রা. সূত্রে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানীর দিন দু’টি ধূসর বর্ণের শিংবিশিষ্ট ও খাসী করা দুম্বা যবাহ করেন।
সূত্র: সুনান আবু দাউদ হাদীস: ২৭৯৫

ফিকহে হানাফী:

ويضحى بالجماء والخصى، وعن أبى حنيفية رح هو أولى لأن لحمه أطيب

সূত্র: বাহরুর রায়েক খ: ৮ পৃ: ৩২৩ দুররে মুখতার খ: ৯ পৃ: ১৬৭

Check Also

√মহিলারা কুরবানীর পশু যবাহ করতে পারবে?

  মুসলিম মহিলারা কুরবানীর পশু যবাহ করতে পারবে। যদি তারা যবাহের নিয়ম ভালোভাবে জানে। তবে …

Leave a Reply