Home > কুরবানীর মাসআলা > নিজের প্রাণী নিজ হাতে জবাই করা উত্তম।

নিজের প্রাণী নিজ হাতে জবাই করা উত্তম।

কুরবানীর পশু নিজে জবাই করা উত্তম। নিজে না পারলে অন্যকে দিয়েও জবাই করাতে পারবে। এক্ষেত্রে কুরবানীদাতা পুরুষ হলে জবাইস্থলে তার উপস্থিত থাকা ভালো। কারণ হাদিস শরীফে এসেছে,

عَنْ أَنَسٍ قَالَ ضَحّٰى النَّبِيُّ صلى الله عليه وسلم بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ ذَبَحَهُمَا بِيَدِه

অর্থ: হযরত আনাস ইবনে মালিক রা. বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি সাদা-কালো বর্ণের নর দুম্বা নিজ হাতে কুরবানী করেছেন।
সূত্র: সহিহ বুখারী হাদীস ৫৫৬৫

আরও দেখুন:

মুসনাদে আহমদ হাদিস: ২২৬৫৭, বাদায়েউস সানায়ে খ: ৪ পৃ: ২২২-২২৩, আলমগীরী খ: ৫ পৃ: ৩০০, ইলাউস সুনান খ: ১৭ পৃ: ২৭১-২৭৪

Check Also

√মহিলারা কুরবানীর পশু যবাহ করতে পারবে?

  মুসলিম মহিলারা কুরবানীর পশু যবাহ করতে পারবে। যদি তারা যবাহের নিয়ম ভালোভাবে জানে। তবে …

Leave a Reply