Home > কুরবানীর মাসআলা > প্রাণীর হাড্ডি, গোশত, চামড়া রশি ইত্যাদী বিক্রি করা।

প্রাণীর হাড্ডি, গোশত, চামড়া রশি ইত্যাদী বিক্রি করা।

 

কুরবানীর পশুর গোশত-চামড়া,হাড্ডি,রশি বিক্রি করা যাবে না। যদি বিক্রি করে তাহলে সে টাকা সাদাকা করে দিতে হবে। কারণ হযরত আবু হুরায়রা রা. বলেন-

قَالَ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ مَنْ بَاعَ جِلْدَ أُضْحِيّتِهِ فَلاَ أُضْحِيّةَ لَهُ.

অর্থ: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে তার কুরবানীর চামড়া (নিজের জন্য) বিক্রি করবে, তার কুরবানী শুদ্ধ হবে না।
সূত্র: মুসতাদরাকে হাকেম হাদীস: ৩৪৬৮

হযরত আলী ইবনে আবী তালিব রা. বলেন,

أَمَرَنِي رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ أَنْ أَقُومَ عَلَى بُدْنِهِ وَأَنْ أَتَصَدّقَ بِلَحْمِهَا وَجُلُودِهَا وَأَجِلّتِهَا وَأَنْ لاَ أُعْطِيَ الْجَزّارَ مِنْهَا قَالَ نَحْنُ نُعْطِيهِ مِنْ عِنْدِنَا

অর্থ: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার (কুরবানীর উটের) আনুষঙ্গিক কাজ সম্পন্ন করতে বলেছিলেন। তিনি কুরবানীর পশুর গোশত, চামড়া, আচ্ছাদনের কাপড় ছদকা করতে আদেশ করেন এবং এর কোনো অংশ কসাইকে দিতে নিষেধ করেন। তিনি বলেছেন, আমরা তাকে (তার পারিশ্রমিক) নিজেদের পক্ষ থেকে দিব।
সূত্র: সহীহ মুসলিম হাদীস: ১৩১৭ বুখারী: ১৭১৬

Check Also

√মহিলারা কুরবানীর পশু যবাহ করতে পারবে?

  মুসলিম মহিলারা কুরবানীর পশু যবাহ করতে পারবে। যদি তারা যবাহের নিয়ম ভালোভাবে জানে। তবে …

Leave a Reply